Ajker Patrika

ইউপি নির্বাচন নিয়ে বিশেষ সভা

ধোবাউড়া প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৬: ৩৭
Thumbnail image

ধোবাউড়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে গতকাল শনিবার বেলা ১২টায় উপজেলার সাতটি ইউনিয়নের ৩৭ জন চেয়ারম্যান প্রার্থীর উৃপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিকুজ্জামানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, হালুয়াঘাট সার্কেলের দীপক কুমার মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুলাহ আল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজুল রায়হান ওসি আবুল কালাম আজাদ প্রমুখ।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, ‘আমাদের কাজ মানুষের নিরাপত্তা নিয়ে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি আইনশৃঙ্খলা অবনতি করতে চায়, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আসন্ন ইউপি নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত