Ajker Patrika

শেখ হাসিনা ফেরায় দেশ অর্থনৈতিক মুক্তি লাভ করেছে: তোফায়েল

ভোলা ও ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ০৯: ৪৬
শেখ হাসিনা ফেরায় দেশ অর্থনৈতিক মুক্তি লাভ করেছে: তোফায়েল

শেখ হাসিনা দেশে ফেরায় দেশ আজ অর্থনৈতিক মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা সদর আসনের সাংসদ তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘সেদিন আর বেশি দূরে নেই, যেদিন দেশ হবে ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত। আমরা সেই পথেই এগিয়ে চলেছি। এভাবে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে।’

গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠান হয়। সেখানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরেন। আজ তাঁর হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।’

জেলা আওয়ামী লীগের সহসভাপতি দোস্ত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জুলফিকার আহমেদ, আশরাফ হোসেন লাবু, সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস প্রমুখ।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঝালকাঠিতে আনন্দ শোভাযাত্রা বের করে জাতীয় শ্রমিক লীগ জেলা শাখা। সকাল ১০ ঝালকাঠি পৌরসভার সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার পৌর ভবনের সামনে শেষ হয়। শোভাযাত্রা নেতৃত্ব দেন জেলা শ্রমিক লীগের সদস্যসচিব সুমন তালুকদার ও আহ্বায়ক হারুন অর রশিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত