Ajker Patrika

ছুটির দিনে সাজেকে পর্যটকের ঢল

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২২, ১০: ০১
Thumbnail image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকের ঢল নেমেছে। গতকাল শুক্রবার সকাল থেকে সাজেকের প্রবেশ পথে পর্যটকবাহী শত শত গাড়ি, মোটরসাইকেলের ভিড়ে সামলাতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী।

সমুদ্র পৃষ্ঠ থেকে ১ হাজার ৮০০ ফুট উচ্চতায় সাজেকের রইলুই ও কংলাক পাহাড়ে দাঁড়িয়ে সূর্যোদয়-সূর্যাস্ত দেখার জন্য এই ভিড় করেন পর্যটকেরা। পাহাড়ের খাঁজে সাদা মেঘের মিতালির মন মাতানো সৌন্দর্য সাজেকেই চোখে পরে। এই সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী হাজারো পর্যটক ভিড় করছেন।

পর্যটকেরা বলছেন, সাজেকের সৌন্দর্য দেশের আর কোথাও দেখা যায় না। তাই যত কষ্টই হোক একটু সুযোগ হলে তারা সাজেকে ছুটে আসেন।

সাজেকের কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জুম ঘর কটেজের মালিক জেরী লুসাই বলেন, ‘সাজেকে শুক্র-শনিবার পর্যটকদের খুব চাপ সামলাতে হয়। এই দুই দিন যে পরিমাণ যানবাহন সাজেকে আসে, তা এখানে ধারণ ক্ষমতার ৪ গুন।’

ঢাকার সাভার থেকে আসা পর্যটক তানভীর আলম বলেন, ‘সাজেকের সবকিছু ভালো, তবে হোটেল ও রিসোর্টের ভাড়াটা একটু বেশি। কর্তৃপক্ষের এ দিকটা নজর দেওয়া প্রয়োজন।’

সাজেকের জনপ্রিয় রেস্টুরেন্ট মনটানার মালিক মো. জহিরুল ইসলাম বলেন, সাপ্তাহিক ছুটির কারণে হাজারো পর্যটক আসেন সাজেকে। তারা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেন পর্যটকদের মনজয় করতে, যেন পর্যটকেরা বারবার ছুটে আসেন।

ঢাকার সাভার থেকে আসা পর্যটক তানভীর আলম বলেন, ‘সাজেকের সবকিছু ভালো, তবে হোটেল ও রিসোর্টের ভাড়াটা একটু বেশি। কর্তৃপক্ষের এ দিকটা নজর দেওয়া প্রয়োজন।’

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বলেন, সাজেকে আসা পর্যটকদের নিরাপত্তায় পুলিশ, সেনাবাহিনী সব সময় তৎপর। পর্যটকবাহী যানবাহনের বাড়তি চাপের কারণে ইদানীং ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। আর যাতে না ঘটে তার জন্য চালকদের সচেতন ও সতর্ক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত