নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় পার্টিতে ভেদাভেদ ও ব্যক্তিস্বার্থে দলীয় স্বার্থ জলাঞ্জলি দেওয়াসহ নানা অপতৎপরতা চলছে বলে দাবি করেছেন জাতীয় পার্টি (জাপা) পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা সিদ্দিক। বিজয়ের ৫০ বছর উদযাপন ও অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে গতকাল জাতীয় প্রেসক্লাবে জাতীয় ইসলামি মহাজোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন অভিযোগ তুলে বিদিশা বলেন, ‘আমি মরহুম এরশাদের নীতি-আদর্শের সেই দলকে পুনর্গঠন করতে চাই, যেখানে সকলে ব্যক্তিস্বার্থ ভুলে একযোগে কাজ করবে।’
বিদিশা আরও বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি এরশাদ আমাদের মাঝে নেই। কিন্তু আমরা শপথ করছি, এই দলকে আমার নেতৃত্বে পুনর্গঠিত করে মরহুম এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করব।’
আগামী পয়লা জানুয়ারি জাপার প্রতিষ্ঠাবার্ষিকীর প্রসঙ্গ উল্লেখ করে বিদিশা বলেন, ‘আমার জন্য দোয়া করবেন, যেন দেশের উন্নয়নে সরকার ও জনগণের পাশে থাকতে পারি।’ এ সময় ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন রওশন এরশাদের অবস্থা সংকটাপন্ন জানিয়ে তাঁর রোগমুক্তি কামনা করেন বিদিশা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীরাঙ্গনাদের দায়িত্ব নিয়েছিলেন উল্লেখ করে বীরাঙ্গনাদের সন্তানদের দায়িত্ব নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান বিদিশা। সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা করা হোক। তাঁদের ছেলেদের চাকরির সুব্যবস্থা করা হোক।’
ইসলামি মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন মোল্লা সভায় সভাপতিত্ব করেন।
জাতীয় পার্টিতে ভেদাভেদ ও ব্যক্তিস্বার্থে দলীয় স্বার্থ জলাঞ্জলি দেওয়াসহ নানা অপতৎপরতা চলছে বলে দাবি করেছেন জাতীয় পার্টি (জাপা) পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা সিদ্দিক। বিজয়ের ৫০ বছর উদযাপন ও অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে গতকাল জাতীয় প্রেসক্লাবে জাতীয় ইসলামি মহাজোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন অভিযোগ তুলে বিদিশা বলেন, ‘আমি মরহুম এরশাদের নীতি-আদর্শের সেই দলকে পুনর্গঠন করতে চাই, যেখানে সকলে ব্যক্তিস্বার্থ ভুলে একযোগে কাজ করবে।’
বিদিশা আরও বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি এরশাদ আমাদের মাঝে নেই। কিন্তু আমরা শপথ করছি, এই দলকে আমার নেতৃত্বে পুনর্গঠিত করে মরহুম এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করব।’
আগামী পয়লা জানুয়ারি জাপার প্রতিষ্ঠাবার্ষিকীর প্রসঙ্গ উল্লেখ করে বিদিশা বলেন, ‘আমার জন্য দোয়া করবেন, যেন দেশের উন্নয়নে সরকার ও জনগণের পাশে থাকতে পারি।’ এ সময় ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন রওশন এরশাদের অবস্থা সংকটাপন্ন জানিয়ে তাঁর রোগমুক্তি কামনা করেন বিদিশা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীরাঙ্গনাদের দায়িত্ব নিয়েছিলেন উল্লেখ করে বীরাঙ্গনাদের সন্তানদের দায়িত্ব নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান বিদিশা। সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা করা হোক। তাঁদের ছেলেদের চাকরির সুব্যবস্থা করা হোক।’
ইসলামি মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন মোল্লা সভায় সভাপতিত্ব করেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪