Ajker Patrika

সন্তানদের ইতিহাস জানালেন মা

নাজমুল হাসান সাগর, ঢাকা
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১১: ৩৫
সন্তানদের ইতিহাস জানালেন মা

আতিফ ও আতিকা যমজ ভাই-বোন। রাজধানীর পৃথক দুটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ছে দুজনই। বিজয় দিবসে স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রায়েরবাজারের বধ্যভূমি আঁকতে গিয়ে খটকা লাগে তাদের। সরাসরি কখনোই স্থানটি দেখেনি তারা। তবে ইউটিউব অথবা গুগলে থাকা বিভিন্ন ছবি দেখে অনুকরণের চেষ্টা করে তারা। তারপরও ঠিকঠাক হচ্ছিল না। একপর্যায়ে মায়ের কাছে বায়না ধরে, সরাসরি বধ্যভূমি দেখবে তারা। তারপরই আঁকবে। আবদার মেটাতে ছেলেমেয়েদের বধ্যভূমিতে নিয়ে আসেন মা।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস সামনে রেখে গতকাল রোববার ধোয়া-মোছার কাজ চলছিল রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে। সেখানেই কথা হয় আতিফা ও আতিকার মায়ের সঙ্গে। নাম প্রকাশে অনিচ্ছুক এই মা বলেন, ‘১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সেই ঘটনা আমি সন্তানদের জানিয়েছি। পরিচয় করিয়ে দিয়েছি এই জায়গাটির সঙ্গেও।’

আজকের পত্রিকাকে তিনি আরও বলেন, ‘স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বধ্যভূমির ছবি আঁকতে গিয়ে আমার সন্তানদের মনে নানা কৌতূহল জাগে। ইউটিউবের ভিডিও কিংবা বিভিন্ন ওয়েবসাইটের ছবি দেখে তারা সন্তুষ্ট হতে পারেনি। যে কারণে এখানে নিয়ে এসেছি। যদিও আজ এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ, তবু আমার বাচ্চাদের আবদার ফেলতে না পেরে কিছু সময়ের জন্য কর্তৃপক্ষ আমাদের অনুমতি দিয়েছে।’

রোববার রায়েরবাজার বধ্যভূমি ঘুরে দেখা যায়, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বধ্যভূমিতে চলছে পরিষ্কারের কাজ। ময়লা আবর্জনায় ভরে থাকা বধ্যভূমির বেদি, দেয়ালসহ চারপাশ ঝেড়ে, মুছে ও পানি ঢেলে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। বধ্যভূমির সীমানাপ্রাচীর লাগোয়া ঝাউ ও অন্য গাছগুলোর গোড়ায় দেওয়া হচ্ছে নতুন মাটি, পানি ঢেলে ধুয়ে দেওয়া হচ্ছে গাছগুলোর পাতা। কোদাল দিয়ে চেঁচে তুলে ফেলা হচ্ছে অতিরিক্ত আগাছা।

১৪ ডিসেম্বরের আগে বধ্যভূমিতে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আছে। বিদেশি অতিথিরা বধ্যভূমি পরিদর্শন করবেন, এ জন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা। এমনটা জানিয়ে বধ্যভূমির দায়িত্বে থাকা ধানমন্ডি গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ডিসেম্বরের শুরু থেকেই বধ্যভূমি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও পর্যাপ্তসংখ্যক লোকের মাধ্যমে এখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। ১৪ তারিখের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যত ধরনের প্রস্তুতি থাকা দরকার, তার সবই রাখা হয়েছে।

দিবসটি উপলক্ষে শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে ‘স্বাধীনতার চেতনা’ নামে একটি নাটক মঞ্চস্থ হবে। নিয়মিত এই নাটকের মহড়া চলছে এবং ১৪ তারিখ শ্রদ্ধা জানাতে আসা মানুষদের তত্ত্বাবধানের জন্য প্রস্তুত করা হয়েছে বিশাল এক স্বেচ্ছাসেবী দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

বড়াইগ্রামের একটি গুদামে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

মায়ের সঙ্গে ঝগড়ার জেরে বাবার হাতে খুন হলো নিষ্পাপ দুই শিশু

এলাকার খবর
Loading...