Ajker Patrika

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

বাকৃবি প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৭
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সদ্য বিলুপ্ত আশরাফুল হক হল ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জন্মদিন উদ্‌যাপনকে কেন্দ্র করে গত শুক্রবার রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় হল শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহান শাওন, আসিফ ইফতেখার ইফতি এবং বাকৃবি শাখা ছাত্রলীগের সদস্য মোহাম্মদ উল্লাহ রনি আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চতুর্থ বর্ষের শিক্ষার্থী হৃদয়ের জন্মদিন উদ্‌যাপনে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ডাকা হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এতে ৩ জন আহত হন।

আহত সারোয়ার জাহান শাওন বলেন, ‘হলের এক ছোট ভাইয়ের জন্মদিন ছিল। আমরা এ জন্য প্রথম বর্ষের শিক্ষার্থীদের ডেকেছিলাম। কিন্তু তাঁরা এসে জন্মদিন করবে না বলে কথা-কাটাকাটি করে। এরপর কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করে।’

শিক্ষার্থী তামিম মাহমুদ আকাশ বলেন, ‘ঘটনার সময় সবাই ছিল। তাঁরা আমাদের লেভেলের ইফতির গায়ে হাত দেওয়ার পর আমরা তো বসে থাকব না। পরে মারামারি হয়েছে।’

ইফতি বলেন, ‘হৃদয়ের জন্মদিন উদ্‌যাপনের জন্য প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ডাকলে তাঁরা যেতে অস্বীকৃতি জানায়। পরে তাঁদের গেস্টরুমে আটকে রাখা হয়। আমরা তাঁদের মুক্ত করতে যাই। এরপর সেখানে প্রথমে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এ সময় একজন আমার চোখে আঘাত করে।’

আশরাফুল হক হল ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান পিয়াল বলেন, ‘জুনিয়ররা সিনিয়রদের ওপর চড়াও হয়ছিল। পরে আমি মিটমাট করে দিয়ে এসেছি। কিন্তু পরে তাঁরা আবার মারামারিতে জড়িয়ে পড়েছে।’

আশরাফুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউল হক বলেন, ‘বিষয়টি জানার পর সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করি। আহত শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আমরা খুব দ্রুত ব্যবস্থা নেব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, ‘আহত শিক্ষার্থীদের কাছে থেকে কোনো অভিযোগ পাইনি। তবে যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাঁদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত