Ajker Patrika

১৮৫ কেজির সেইল ফিশ আটকাল জালে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১৮৫ কেজির সেইল ফিশ আটকাল জালে

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জাহাঙ্গীর মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৮৫ কেজি ওজনের একটি পাখি মাছ বা সেইল ফিশ। এটির দৈর্ঘ্য ১২ ফুট ও প্রস্থ দেড় ফুট।

গত বুধবার রাতে বঙ্গোপসাগরের ১০০ বাম এলাকায় মাছটি ধরা পড়ে। পরে গতকাল বৃহস্পতিবার দুপুরে মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। সেখানে ২৫ হাজার টাকায় এটি কিনে নেন ইউনুস বয়াতি নামের এক মাছ ব্যবসায়ী।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে জানান, এই মাছ সাধারণত গভীর সাগরে বিচরণ করে। দ্রুতগামী ও বেশি ওজনের এ মাছ সচরাচর ধরা পড়ে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত