Ajker Patrika

বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১২: ৩০
বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা

গাজীপুরের শ্রীপুরে বাবার কাছে টাকা চেয়ে তা না পেয়ে অভিমান করে সাব্বির হোসেন (১৭) নামের কিশোর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার দুপুর তিনটার দিকে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের তাঁতীসুতা গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন (১৭) তাঁতীসুতা গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে। সে অটোরিকশা চালক ছিল।

নিহতের বাবা সেলিম মিয়া বলেন, শনিবার সকাল সাড়ে আটটার জরুরি প্রয়োজনের কথা বলে ৩ হাজার টাকা দাবি করে সাব্বির। আমার কাছে টাকা নেই বলে আমি বাড়ি থেকে বের হয়ে চলে বসি। পরবর্তীতে বেলা ৩টার দিকে বাড়ি থেকে ফোন করে জানায় সাব্বির আত্মহত্যা করছে।

সেলিম বলেন, পরে বাড়িতে গিয়ে ছেলেকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।’ তবে কি কারণে ছেলে টাকার জরুরি প্রয়োজন ছিল তা জানতে পারেননি বলে জানান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লুবনা বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই সাব্বিরের মৃত্যু হয়েছে। বিষয়টি শ্রীপুর থানা-পুলিশকে জানানো হয়েছে।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অঙ্কুর কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য রওনা হয়েছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত