নওশাদ জামিল, ঢাকা
মৎস্য ভবন থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দিকে যেতে যেতে রাস্তার বাঁ দিকে চোখে পড়ে তাক লাগানো দৃশ্য! হাজারো মানুষের দীর্ঘ সারি। সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে মানুষ। কোথাও তাড়াহুড়ো নেই, বিশৃঙ্খলা নেই। মৎস্য ভবন, হাইকোর্ট হয়ে মানুষের সারি থেমেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেটে। সারিতে দাঁড়িয়ে সংস্কৃতিজন আসাদুজ্জামান নূর। চোখেমুখে হাসি ছড়িয়ে তাঁর ছোট উত্তর, ‘বাংলা গানের নতুন বাঁকের স্রষ্টা কবীর সুমন। এ জন্যই তাঁর গান শুনতে ছুটে এসেছি।’ শুধু আসাদুজ্জামান নূর নন, গতকাল শনিবার যেন সুমনভক্তদের মিলনমেলা হয়ে উঠেছিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ও প্রাঙ্গণ। অসংখ্য ভক্ত-শ্রোতাকে নিরাশ করেননি, বরং গানে ও কথায় মাতালেন ‘গানওলা’ কবীর সুমন।
ঠিক সোয়া ৫টায় ধীর পায়ে হেঁটে মঞ্চে উঠলেন বাংলা গানের অন্যতম জনপ্রিয় ফেরিওলা ৭৩ বছরের সুমন। মিলনায়তনপূর্ণ দর্শক–শ্রোতারা দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানালেন, তুমুল করতালি দিয়ে জানালেন শুভেচ্ছা-ভালোবাসা। তাঁদের সঙ্গে সংযোগ ঘটিয়ে সুমন বললেন বাংলাদেশ নিয়ে তাঁর স্মৃতির কথা। কথা শেষে শুরু হলো গান, শুরু হলো তাঁর সুরের জাদু। প্রথমেই গাইলেন— ‘একেকটা দিন মসৃণ/ভোর থেকে শুরু করে রাতের শয্যায়...।’
এই সেই সুমন, যিনি একাই ছিলেন দশজন—লিখতেন, গাইতেন, বাজাতেন। কণ্ঠে ঝড় তুলতেন, গিটারে ঝংকার ওঠাতেন। গতকাল গিটার বাজাতে পারেননি। তবে কণ্ঠে ঝড় ঠিকই উঠল, দর্শক–শ্রোতাদের আন্দোলিতও করল। ‘বুড়ো বয়সের’ কণ্ঠেও উঠল নব্বইয়ের দশকের আলোড়ন।
এরপর গাইলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।/ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।’ গানটি যখন তিনি গাইছিলেন, মাঝেমধ্যে কণ্ঠ মেলাচ্ছিলেন শ্রোতারা, তখন কি সুমনের ছোটবেলার কথা মনে পড়ছিল? ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অবস্থিত রমনায়। একই এলাকায় বেশ কিছুদিন ছিলেন তাঁর বাবা-মা। তখন তাঁর বাবা চাকরি করতেন ঢাকা বেতারে। অবশ্য তখনও পৃথিবীর আলো দেখেননি সুমন, দেশভাগও হয়নি। সবুজ ও সুন্দর রমনার কথা ছোটবেলায় তিনি মা-বাবার মুখে শুনেছেন অনেকবার। গানের ফাঁকে ফাঁকে তিনি নিজের কথা বললেন, উৎফুল্লভাবে বললেন বাংলাদেশ নিয়ে তাঁর একান্ত অনুভবের কথা।
কবি শহীদ কাদরীর বিখ্যাত কবিতাকে গানে রূপান্তর করেছেন সুমন। নিজের মুখে তিনি বললেন গল্পটা। ৭০-এর দশকে দুজনের পরিচয়, একজন কবি আরেকজন গায়ক, শহীদ কাদরী ও কবীর সুমন। জার্মানির কোলন শহরে তাঁদের সাক্ষাৎ। তার পর থেকে তাঁরা বন্ধু। সেই বন্ধুত্ব অটুট থেকেছে আমৃত্যু, এমনকি সুমন গানও বেঁধেছেন শহীদ কাদরীর একাধিক কবিতা নিয়ে। ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কবিতাটিতে সুর দিয়েছিলেন সুমন, অনুষ্ঠানে গেয়ে শোনালেন সেটি। দরাজ কণ্ঠে গাইলেন জননী সাহসিকা সুফিয়া কামালকে নিয়ে তাঁর লেখা গান—’ঐ তো লক্ষ ছেলেমেয়ে নাতিনাতনি দামাল/সবুজ দ্বীপের মত মাঝখানে সুফিয়া কামাল।’ সুফিয়া কামালের ওপর গানটি লিখে তিনি প্রথম গেয়েছিলেন বাংলাদেশেই ১৯৯৮ সালে তাঁর দ্বিতীয় সংগীত সফরে, মিরপুর স্টেডিয়ামে। গতকাল আবার গেয়ে শোনালেন। তারপর টানা দুই ঘণ্টা গাইলেন, শোনালেন তাঁর জনপ্রিয় গানগুলো।
কবীর সুমনের ‘তোমাকে চাই’ অ্যালবামের ত্রিশ বছর উদযাপনের অংশ হিসেবে তিন দিনব্যাপী সংগীতানুষ্ঠানের প্রথম আসর ছিল এটি। ‘সুমনের গান’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজক পিপহোল। ১৮ অক্টোবর একই মিলনায়তনে বাংলা খেয়াল গেয়ে শোনাবেন তিনি। সবশেষ আসরটি হবে ২১ অক্টোবর এখানেই, সেদিন গাইবেন আধুনিক বাংলা গান।
মৎস্য ভবন থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দিকে যেতে যেতে রাস্তার বাঁ দিকে চোখে পড়ে তাক লাগানো দৃশ্য! হাজারো মানুষের দীর্ঘ সারি। সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে মানুষ। কোথাও তাড়াহুড়ো নেই, বিশৃঙ্খলা নেই। মৎস্য ভবন, হাইকোর্ট হয়ে মানুষের সারি থেমেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেটে। সারিতে দাঁড়িয়ে সংস্কৃতিজন আসাদুজ্জামান নূর। চোখেমুখে হাসি ছড়িয়ে তাঁর ছোট উত্তর, ‘বাংলা গানের নতুন বাঁকের স্রষ্টা কবীর সুমন। এ জন্যই তাঁর গান শুনতে ছুটে এসেছি।’ শুধু আসাদুজ্জামান নূর নন, গতকাল শনিবার যেন সুমনভক্তদের মিলনমেলা হয়ে উঠেছিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ও প্রাঙ্গণ। অসংখ্য ভক্ত-শ্রোতাকে নিরাশ করেননি, বরং গানে ও কথায় মাতালেন ‘গানওলা’ কবীর সুমন।
ঠিক সোয়া ৫টায় ধীর পায়ে হেঁটে মঞ্চে উঠলেন বাংলা গানের অন্যতম জনপ্রিয় ফেরিওলা ৭৩ বছরের সুমন। মিলনায়তনপূর্ণ দর্শক–শ্রোতারা দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানালেন, তুমুল করতালি দিয়ে জানালেন শুভেচ্ছা-ভালোবাসা। তাঁদের সঙ্গে সংযোগ ঘটিয়ে সুমন বললেন বাংলাদেশ নিয়ে তাঁর স্মৃতির কথা। কথা শেষে শুরু হলো গান, শুরু হলো তাঁর সুরের জাদু। প্রথমেই গাইলেন— ‘একেকটা দিন মসৃণ/ভোর থেকে শুরু করে রাতের শয্যায়...।’
এই সেই সুমন, যিনি একাই ছিলেন দশজন—লিখতেন, গাইতেন, বাজাতেন। কণ্ঠে ঝড় তুলতেন, গিটারে ঝংকার ওঠাতেন। গতকাল গিটার বাজাতে পারেননি। তবে কণ্ঠে ঝড় ঠিকই উঠল, দর্শক–শ্রোতাদের আন্দোলিতও করল। ‘বুড়ো বয়সের’ কণ্ঠেও উঠল নব্বইয়ের দশকের আলোড়ন।
এরপর গাইলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।/ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।’ গানটি যখন তিনি গাইছিলেন, মাঝেমধ্যে কণ্ঠ মেলাচ্ছিলেন শ্রোতারা, তখন কি সুমনের ছোটবেলার কথা মনে পড়ছিল? ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অবস্থিত রমনায়। একই এলাকায় বেশ কিছুদিন ছিলেন তাঁর বাবা-মা। তখন তাঁর বাবা চাকরি করতেন ঢাকা বেতারে। অবশ্য তখনও পৃথিবীর আলো দেখেননি সুমন, দেশভাগও হয়নি। সবুজ ও সুন্দর রমনার কথা ছোটবেলায় তিনি মা-বাবার মুখে শুনেছেন অনেকবার। গানের ফাঁকে ফাঁকে তিনি নিজের কথা বললেন, উৎফুল্লভাবে বললেন বাংলাদেশ নিয়ে তাঁর একান্ত অনুভবের কথা।
কবি শহীদ কাদরীর বিখ্যাত কবিতাকে গানে রূপান্তর করেছেন সুমন। নিজের মুখে তিনি বললেন গল্পটা। ৭০-এর দশকে দুজনের পরিচয়, একজন কবি আরেকজন গায়ক, শহীদ কাদরী ও কবীর সুমন। জার্মানির কোলন শহরে তাঁদের সাক্ষাৎ। তার পর থেকে তাঁরা বন্ধু। সেই বন্ধুত্ব অটুট থেকেছে আমৃত্যু, এমনকি সুমন গানও বেঁধেছেন শহীদ কাদরীর একাধিক কবিতা নিয়ে। ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কবিতাটিতে সুর দিয়েছিলেন সুমন, অনুষ্ঠানে গেয়ে শোনালেন সেটি। দরাজ কণ্ঠে গাইলেন জননী সাহসিকা সুফিয়া কামালকে নিয়ে তাঁর লেখা গান—’ঐ তো লক্ষ ছেলেমেয়ে নাতিনাতনি দামাল/সবুজ দ্বীপের মত মাঝখানে সুফিয়া কামাল।’ সুফিয়া কামালের ওপর গানটি লিখে তিনি প্রথম গেয়েছিলেন বাংলাদেশেই ১৯৯৮ সালে তাঁর দ্বিতীয় সংগীত সফরে, মিরপুর স্টেডিয়ামে। গতকাল আবার গেয়ে শোনালেন। তারপর টানা দুই ঘণ্টা গাইলেন, শোনালেন তাঁর জনপ্রিয় গানগুলো।
কবীর সুমনের ‘তোমাকে চাই’ অ্যালবামের ত্রিশ বছর উদযাপনের অংশ হিসেবে তিন দিনব্যাপী সংগীতানুষ্ঠানের প্রথম আসর ছিল এটি। ‘সুমনের গান’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজক পিপহোল। ১৮ অক্টোবর একই মিলনায়তনে বাংলা খেয়াল গেয়ে শোনাবেন তিনি। সবশেষ আসরটি হবে ২১ অক্টোবর এখানেই, সেদিন গাইবেন আধুনিক বাংলা গান।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫