Ajker Patrika

এক লাখ ৩২ হাজার মিটার নিষিদ্ধ জাল ধ্বংস

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১১: ০৭
এক লাখ ৩২ হাজার মিটার নিষিদ্ধ জাল ধ্বংস

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এক লাখ ৩২ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে একজনকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ জাল ব্যবহার করায় চারজনকে আটক করা হয়।

জানা গেছে, উপজেলায় সুতী নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন ইজারাদার নবদ্বীপ বর্মণ। অভিযোগের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পণ্ডিত তদন্ত করে প্রতিবেদন দেন। গতকাল বুধবার সকাল ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমীন মোড়ার কান্দি ও সহিলাটি এলাকায় অভিযান চালান। অভিযান চালিয়ে এক লাখ ৩২ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। এ সময় ৪ জনকে আটক করা হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরের মৎস্য অফিসের সামনে নিষিদ্ধ জাল পোড়ানো হয়। জাল দিয়ে মাছ ধরার অপরাধে আনজু মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমীন বলেন, ‘নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরায় জরিমানা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত