Ajker Patrika

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২২, ১২: ৫৬
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার

মাগুরার শ্রীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রী হত্যা মামলার প্রধান আসামি মো. হাসান শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের জিজ্ঞাসাবাদে হাসান (২৩) স্বীকার করেন, তিনি ওই ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত করতে ছাত্রীর গলা ব্লেড দিয়ে কেটে ফেলেন।

গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান র‍্যাব-৬ এর কোম্পানি প্রধান লে. কমান্ডার এম নাজিউর রহমান।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা ১১টার দিকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। এর পরের দিন শনিবার শ্রীপুর থানায় মো, হাসান শেখকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেন নিহতের বাবা। মামলার পর থেকেই স্কুলছাত্রীর মৃত্যুর কারণ উদ্ঘাটনে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় শনিবার হাসান শেখকে গ্রেপ্তার করা হয়।

হাসান শেখ পেশায় নসিমন চালক। নিহত স্কুলছাত্রী ও হাসানের বাড়ি একই গ্রামে।

এ দিকে ওই ছাত্রীর হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। আসামি গ্রেপ্তারের বিষয়ে নিহতের বড় ভাই বোনের হত্যার বিচার চেয়ে বলেন, ‘মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আমরা, এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’

নিহত ছাত্রীর সহপাঠিরা বলেন, ‘সে অনেক ভালো মেয়ে ছিল। সব সময় হাসি-খুশি থাকত। এমন একটি মেয়ের সঙ্গে যিনি এমন কাজ করেছেন তাঁকে ফাঁসি দেওয়া হোক।’

মানববন্ধনে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি বলেন, ‘আমরা আসামির সর্বোচ্চ শাস্তি চাই। এ রকম মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি তখনই হবে না, যখন আসামিকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি—সিগন্যাল দেওয়ায় ট্রাফিক সার্জেন্টকে হুমকি

১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

ছুটিতে গেলেন সেই বিচারক

জাতীয়করণের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত মাদ্রাসাশিক্ষক আহত

নির্বাচন বানচালের জন্য দেশের ভেতরে–বাইরে অনেক শক্তি কাজ করবে, প্রধান উপদেষ্টার সতর্কতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ