Ajker Patrika

ইতিহাস গবেষণার আগে

আনিসুর রহমান
আপডেট : ২১ জুন ২০২২, ১৩: ০৪
ইতিহাস গবেষণার আগে

একজন ইতিহাস গবেষক এটা বলতে পারেন না যে তাঁর এ গবেষণাকর্মটি এ বিষয়ে সেরা গবেষণা কিংবা প্রথম গবেষণা; বরং এটা বলাই সমীচীন যে আমার গবেষণার বিষয়ে অনেকেই গবেষণা করেছেন; তবে আমার এ গবেষণায় এই-এই দিকে নতুনত্ব রয়েছে। নতুন আলোচিত বিষয়গুলোই ইতিহাসের নবসূত্র; যার মাধ্যমে পরবর্তী গবেষকেরা ইতিহাস গবেষণার উৎস খুঁজে পান।

ইডিওলজি ও ইতিহাস
ইতিহাসবিদের ইডিওলজি থাকতে পারে, তবে তাঁর লেখায় ইডিওলজির ন্যূনতম প্রয়োগ থাকলে তাঁর ইতিহাস গবেষণা বস্তুনিষ্ঠ হয়ে ওঠে না। ইতিহাসবিদ রাজনীতির ঘটনাবলির বিশ্লেষণ করে ইতিহাস রচনা করবেন, তবে তিনি যদি রাজনৈতিক কর্মীর মতো ইতিহাসের বয়ান করেন, তাহলে তাঁর ইতিহাস গবেষণা একপেশে হয়ে ওঠে।

ইতিহাস রচনায় সত্য বিশ্লেষণ
ইতিহাসবিদদের এমন হতে হয় যে তার লেখনী সব আদর্শের লোকদের জন্য অনুকরণীয় উৎস হিসেবে ব্যবহৃত হয়। এটাই একজন প্রফেশনাল ইতিহাসবিদের সেরা বৈশিষ্ট্য। একজন প্রফেশনাল ইতিহাসবিদের জন্য ফ্যাক্ট-অ্যানালাইসিস বা সত্য বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঐতিহাসিকের বিশ্লেষণের মাধ্যমে ঘটনার বিষয়গুলো ইতিহাসের উৎস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। একজন ইতিহাসবিদের পক্ষে কি একটি ঘটনার সব ফ্যাক্ট-অ্যানালাইসিস করা সম্ভব? ধরুন একটা সমুদ্রে আপনি মাছ ধরতে গেছেন। প্রচুর মাছ। জাল ফেললেই মাছ উঠবে। তাই বলে কি আপনি সমুদ্রের সব মাছ ধরতে পারবেন? ফ্যাক্ট-অ্যানালাইসিস সে রকম একটি বিষয়। ঘটনার অনেকগুলো কার্যকরণ থাকবে, আপনি সেসব কার্যকরণের তথ্যভান্ডার থেকে আপনার পছন্দমতো তথ্য বস্তুনিষ্ঠ বিশ্লেষণের মাধ্যমে ইতিহাস বিনির্মাণের কাজে লাগাতে পারেন। সব ঘটনার ফ্যাক্ট-অ্যানালাইসিস করা একজন ইতিহাস গবেষকের পক্ষে সম্ভব নয়। তাই একজন ইতিহাস গবেষক ইতিহাসের তথ্যভান্ডারের একটি ছোট অংশ নিয়ে গবেষণা করে তার ইতিবৃত্ত উন্মোচন করেন।

গবেষণা ও আবিষ্কার এক নয়
আজকাল প্রায়ই শোনা যায়, ‘আমার গবেষণাগ্রন্থটি ইউনিক, একেবারে নতুন অথবা এ বিষয়ে আমার গবেষণাকর্মটিই সেরা কিংবা এ বিষয়ে এটাই প্রথম গবেষণা।’ একজন প্রফেশনাল ইতিহাসবিদ এ ধরনের কথা বলতে পারেন না। তবে বিজ্ঞানীরা দাবি করতে পারেন। বিজ্ঞানের এটা একটি নতুন আবিষ্কার, তবে আবিষ্কারক অবশ্যই তাঁর নতুন আবিষ্কারের জন্য পূর্বসূরিদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। একইভাবে একজন ইতিহাস গবেষক তাঁর অধ্যবসায় দিয়ে এবং নতুন কোনো গবেষণাকর্মের মধ্য দিয়ে ইতিহাসের কোনো অনালোচিত কিংবা আলোচিত বিষয়ের নতুন বয়ান উপস্থাপন করেন। যেহেতু তিনি পূর্বসূরিদের গবেষণাকর্ম থেকে তথ্য সংগ্রহ করে নতুন বয়ান উপস্থাপন করতে চান, তাই তাঁর গবেষণার নতুনত্ব ইতিহাসের থিওরির মধ্য দিয়ে প্রমাণ করতে হয় যে তিনি ওই বিষয়ে বেশ কিছু মৌলিক দিক আবিষ্কার করেছেন। তবে তাঁর গবেষণাকর্মটিই কালের সেরা গবেষণাকর্ম, ইতিহাস গবেষণায় এ রকম বলার সুযোগ নেই; কারণ তিনি ঘটনার শুধু কিছু দিক আবিষ্কার করেছেন এবং তাঁর সূত্র ধরে ভবিষ্যতের কোনো গবেষক নতুন কিছু তুলে আনবেন; যেমন একজন মাঝি সমুদ্রের সব মাছ ধরতে পারেন না।

 ইতিহাস গবেষণা একটি শিল্প
ইতিহাস হলো তথ্যভান্ডারের আকর; তাই ইতিহাসচর্চা হলো একটি চলমান প্রক্রিয়া, যার কোনো উপসংহার নেই।

একজন প্রফেশনাল ঐতিহাসিক কি শুধু তথ্য সরবরাহ কিংবা সংগ্রহ করে সাজিয়ে-গুছিয়ে উপস্থাপন করবেন? ইতিহাস গবেষণা কি একটি শিল্প হতে পারে না? ধরুন, দালান তৈরির প্রধান উপকরণ ইট-বালি-সিমেন্ট-রড ইত্যাদি। আপনি নিজে এগুলো দিয়ে বাড়ি নির্মাণকাজে নেমে গেলেন; হয়তোবা একসময় বাড়িটি নির্মাণও করে ফেলবেন। তবে আপনার তৈরি বাড়িটি থাকার জন্য মোটামুটি উপযুক্ত হলেও, সেখানে সৌন্দর্য কিংবা নান্দনিকতা থাকবে না। আর যদি উপরিউক্ত একই উপকরণ একজন দক্ষ কারিগর স্থাপত্যের সব কাঠামো অনুসরণ করে বাড়িটি তৈরি করেন, তাহলে তৈরিকৃত বাড়িটি যেমন নান্দনিক হবে, তেমনি এর স্থায়িত্ব হবে অনেক বছরব্যাপী। ইতিহাস গবেষণা ঠিক এমন একটি শিল্প। ইতিহাস গবেষণা শুধু তথ্যগুলো সংগ্রহ করা নয়; বরং তথ্যগুলোকে থিওরিটিক্যাল স্ট্রাকচার দিয়ে বিন্যাস করার একটি প্রচেষ্টা।এভাবেই একজন ইতিহাস গবেষকের গবেষণাকর্মটি পরবর্তী গবেষকদের আকর উৎস হিসেবে বিবেচিত হয়।

ইতিহাসবিদের বস্তুনিষ্ঠতা ও নৈতিকতা
একজন ঐতিহাসিক তাঁর সমসাময়িক সমাজ, সভ্যতা ও সাংস্কৃতিক কাঠামোর মধ্য দিয়ে ইতিহাসবিদ হয়ে ওঠেন; তাই তাঁর মাঝে ধর্মীয় কিংবা রাজনৈতিক দর্শন প্রচ্ছন্ন প্রভাব ফেলতে পারে। তবে ব্যক্তি দর্শন ইতিহাস গবেষণায় যাতে প্রভাব ফেলতে না পারে, এ জন্য তাঁর মাঝে বহুবিদ নৈতিক গুণাবলির উপস্থিত থাকতে হয়; অর্থাৎ ইতিহাসবিদের ব্যক্তিগত সত্যনিষ্ঠা কিংবা বস্তুনিষ্ঠতা ইতিহাস রচনায় অত্যন্ত জরুরি। এ জন্য ইতিহাস জানার আগে ইতিহাসবিদকে জানা প্রয়োজন। ইতিহাসবিদ সত্যনিষ্ঠ হলে ইতিহাস রচনা মানবিক হয়ে ওঠে; অন্যদিকে ইতিহাসবিদ যদি মুনাফিক চরিত্রের হয়; তাহলে ইতিহাস তার নিজস্বতা হারিয়ে ফেলে কিংবা ইতিহাসের গতিপথ ব্ল্যাকগহ্বরে নিমজ্জিত হয়। এ জন্য ইতিহাস লেখার আগে ঐতিহাসিককে একজন মানবিক মানুষ হতে হয়।

লেখক: পিএইচডি রিসার্চ স্কলার,

তুরস্ক ও সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত