Ajker Patrika

সহিংসতার প্রতিবাদে শিল্পীরা রাজপথে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৫: ০১
সহিংসতার প্রতিবাদে শিল্পীরা  রাজপথে

দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়েছেন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)। টেলিভিশন সংশ্লিষ্ট ১৪টি সংগঠনের শিল্পী ও কুশলীদের এই জোটের ব্যানারে গতকাল শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে শিল্পীরা সম্মিলিতভাবে সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন প্রখ্যাত অভিনেতা মামুনুর রশীদ, তারিক আনাম খান, গাজী রাকায়েত, সম্প্রীতির বাংলাদেশের সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ডিরেক্টর গিল্ডসের সভাপতি সালাহউদ্দীন লাভলু, নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক এজাজ মুন্না, শমী কায়সার, তারিন, দীপা খন্দকার, ইরেশ যাকের, মীর সাব্বির, চয়নিকা চৌধুরী প্রমুখ।

কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতায় ১৩ অক্টোবর আহত হন দৃষ্টিপাত নাট্যদলের সদস্য অধরা প্রিয়ার বাবা দিলীপ দাস। ২১ অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকালের সমাবেশে উপস্থিত হয়ে বাবা হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন প্রিয়া।

মামুনুর রশীদ তাঁর বক্তব্যে বলেন, ‘অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় হয়েছে। এদের রুখতে এটাই আমাদের প্রথম সমাবেশ, কিন্তু এটাই শেষ নয়। শারদীয় দুর্গোৎসবে হামলার প্রতিবাদে প্রতিটি সাংস্কৃতিক সংগঠনকে আলাদা কর্মসূচি নিতে হবে। সম্মিলিতভাবে প্রতিবাদ করতে হবে।’

তারিক আনাম খান বলেন, ‘মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। এমন ঘটনা দেখে ব্যক্তি হিসেবে খুব কষ্ট হয়। অধরা প্রিয়ার সামনে মাথা নত হয়ে যায়। ক্ষমতার রাজনীতি থেকে সরে এসে উন্নত সমাজ তৈরি করতে না পারলে আমরা কেউই নিরাপদ না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত