Ajker Patrika

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষক বরখাস্ত

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১১: ৩৬
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষক বরখাস্ত

শরীয়তপুরের ডামুড্যার একটি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রথি কান্ত মিস্ত্রির বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ অভিযোগে গত বুধবার ওই শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ওই দিনই ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের কাছে এ বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে স্থানীয় দুই সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন তিনি। এ ছাড়া অভিযোগ আনা ছাত্রীর সঙ্গে কয়েকজন সহপাঠীর কথোপকথনের অডিও ক্লিপ বুধবার ভাইরাল হয়।

জানা গেছে, রথি কান্ত মিস্ত্রি বিদ্যালয় ছুটির পর ওই শিক্ষার্থীকে স্কুলের তিনতলার একটি কক্ষে দেখা করতে বলেন তিনি। তারপর সেখানে ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন তিনি। এ বিষয়টি শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষক সুজিত কর্মকারকে জানালে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। স্থানীয় সাংবাদিক শাহাদাত হোসেন ও আশিকুর রহমান ওই বিদ্যালয়ে গেলে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি। সাংবাদিকেরা চলে আসেন। পরে সন্ধ্যার দিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার সাংবাদিক আশিকুর রহমানের মোবাইলে ফোন করে গালিগালাজ করেন এবং তাঁদের দেখে নেওয়ার হুমকি দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার বলেন, ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গণমাধ্যম কর্মীদের সঙ্গে খারাপ আচরণের কথা স্বীকার করে বিষয়টির জন্য দুঃখও প্রকাশ করেন তিনি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলমগীর হোসেন বলেন, সহকারী শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত