Ajker Patrika

কাজলের থাকা না-থাকা

বিনোদন ডেস্ক
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১১: ৫৮
Thumbnail image

হাতের ছবিগুলো ছেড়ে দিয়েছেন। সামনে নতুন কোনো ছবির ঘোষণা আসবে, তাও হলফ করে বলা যাচ্ছে না। গুঞ্জন রয়েছে, বিয়ের পর সন্তানের অপেক্ষায় দক্ষিণী নায়িকা কাজল আগারওয়াল। অনেকের ধারণা, এখন থেকে ক্যারিয়ারের চেয়ে পরিবার নিয়েই বেশি থাকবেন কাজল। বেশ কিছুদিন আগে তাঁর মা হওয়ার খবরে মুখর ছিল চলচ্চিত্র আঙিনা। মাঝপথে শুটিং বন্ধ করাতে সবাই ধরে নিয়েছেন, শিগগিরই সুখবর দিতে চলেছেন তিনি।

নিজেকে শোবিজ থেকে গুটিয়ে নেওয়ার কারণ কি শুধুই মা হতে যাওয়া? সঠিক উত্তর জানা যায়নি। তবে, ইদানীং কাজের প্রস্তাব কমে এসেছে কাজলের। বিয়ের পর নায়িকাদের কাজ কমে আসে, এমন কথা প্রচলিত রয়েছে। যদি তা-ই হয়, তবে দক্ষিণী ছবির দর্শকপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল সেই কথার যথাযথ প্রমাণ পাচ্ছেন।

গণমাধ্যম বলছে বিয়ের আগে তামিল, তেলুগু ও হিন্দি ভাষার ব্যবসাসফল দারুণ দারুণ ছবি উপহার দিলেও বিয়ের পর নাকি এ তারকা কাজ পাচ্ছেন না তেমন। ইন্ডাস্ট্রিতে নাকি কাজল আগারওয়ালের চাহিদা আর আগের মতো নেই। কাজ পেতে নিজের পারিশ্রমিক কমিয়েও লাভ হচ্ছে না। অর্ধেক পারিশ্রমিকে কাজ করতে চাইলেও নির্মাতারা তাঁকে নিয়ে তেমন আগ্রহ দেখাচ্ছেন না। তাই ছবি থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন কাজল। তবে এ বিষয়ে কাজল সরাসরি কোনো মন্তব্য বা বক্তব্য দেননি। তাই কারও কারও ধারণা, সময় হলেই ফিরবেন কাজল।

কাজল আগারওয়ালগত বছর অক্টোবরে গৌতম কিচলুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁর স্বামী একজন শিল্পপতি। কাজল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘মোসাগালু’। তেলুগু ভাষার এ ছবি গত ১৯ মার্চ মুক্তি পায়। মুক্তির অপেক্ষায় রয়েছে দক্ষিণের ‘আচার্য’, ‘পারভীন সাতাড়ু’, ‘গোস্টি’, ‘ইন্ডিয়ান ২’, ‘প‌্যারিস প‌্যারিস’ ও বলিউডের ‘উমা’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত