ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের ওয়াশ রুমের দরজা সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। এতে কাঠের দরজা খুলে নন-ব্রান্ডের প্লাস্টিকের দরজা লাগানো হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে সংস্কারকাজ বন্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, ইবির শহীদ জিয়াউর রহামান হল সংস্কারে বিশ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দেয় কর্তৃপক্ষ। এতে সিভিল ক্যাটাগরিতে ওয়াশ রুমের নষ্ট দরজাসমূহ খুলে প্রয়োজনীয় নতুন দরজা লাগানোর নির্দেশ দেওয়া হয়। হলে এ নিয়ে মোট ১৭টি দরজা লাগানো হয়েছে বলে জানা গেছে। কাঠের দরজা খুলে নতুন করে লাগানো এ সব কমদামি প্লাস্টিক দরজার স্থায়িত্ব নিয়ে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। দরজাগুলোতে কোনো প্রকার ব্রান্ডের লোগো বা নাম নেই বলে নিশ্চিত করেছেন তারা। এ ছাড়া দরজাগুলো কমদামি ও নিম্নমানের বলেও সংশ্লিষ্ট এক কাঠমিস্ত্রি জানিয়েছেন।
এ দিকে পূর্বের কাঠের দরজাগুলোর কয়েকটি ছাড়া বাকি সব দরজা পরিবর্তন না করে অল্প খরচে মেরামত করা যেত বলে জানিয়েছেন হলের শিক্ষার্থীরা। ভাউচারে মোটা অঙ্ক যোগ করতে নতুন করে নিম্নমানের এ সব প্লাস্টিকের দরজা লাগানো হয়েছে বলে অভিযোগ তাদের।
নাম প্রকাশ না করার শর্তে এক মিস্ত্রি বলেন, বেশ কয়েকটি ওয়াশ রুমের দরজা শ খানেক টাকা দিয়ে ঠিক করা যেত। শুধুই টাকা নষ্ট করে নতুন দরজা দিচ্ছে। তাও আবার ভালো মানের না। দরজাগুলো সর্বোচ্চ দুই হাজার টাকা হবে। আসলে সরকারি কাজের মা-বাপ নেই।
এদিকে নতুন দেওয়া দরজার কয়েকটি ঠিকভাবে লাগাতে পারছেন না বলেও অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থী। এ নিয়ে বিপাকে পরেছেন তারা।
ওই হলের আবাসিক শিক্ষার্থী ইমানুল রায়হান বলেন, ‘নতুন দরজা লাগানো ওয়াশ রুমগুলোতে গিয়ে ভেতর দিক থেকে আর দরজাগুলো লাগাতে পারি না। ফলে ওয়াশ রুমগুলো এখন ব্যবহার করতে পারছি না। নতুন করে কাজ করেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে শিক্ষার্থীদের ভোগান্তির শেষ কোথায়!’
দরজার মান নিয়ে জানতে চাইলে জিয়াউর রহমান হলের সিভিল সেক্টরের দায়িত্বে থাকা ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার এ কে এম নাসিমুল ইসলাম বলেন, ‘দরজাগুলো কোন ব্রান্ডের তা সঠিক বলতে পারছি না। তবে দরজাগুলো দেখে ভালো মনে হয়েছিল তাই লাগাতে বলেছিলাম।’
এ বিষয়ে দায়িত্বরত সাব-কন্ট্রাক্টর রেজাউল করিম বলেন, ‘দরজাগুলোর মান নিয়ে কিছু বলতে পারছি না। আমাদের এগুলো লাগাতে বলা হয়েছে তাই করছি।’
এদিকে আবাসিক হলে নিম্নমানের ও নন-ব্রান্ডের দরজা লাগানোর বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে দরজা মেরামতের কাজ স্থগিত করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘অভিযোগের ভিত্তিতে চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে কাজ স্থগিত করেছি।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের ওয়াশ রুমের দরজা সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। এতে কাঠের দরজা খুলে নন-ব্রান্ডের প্লাস্টিকের দরজা লাগানো হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে সংস্কারকাজ বন্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, ইবির শহীদ জিয়াউর রহামান হল সংস্কারে বিশ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দেয় কর্তৃপক্ষ। এতে সিভিল ক্যাটাগরিতে ওয়াশ রুমের নষ্ট দরজাসমূহ খুলে প্রয়োজনীয় নতুন দরজা লাগানোর নির্দেশ দেওয়া হয়। হলে এ নিয়ে মোট ১৭টি দরজা লাগানো হয়েছে বলে জানা গেছে। কাঠের দরজা খুলে নতুন করে লাগানো এ সব কমদামি প্লাস্টিক দরজার স্থায়িত্ব নিয়ে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। দরজাগুলোতে কোনো প্রকার ব্রান্ডের লোগো বা নাম নেই বলে নিশ্চিত করেছেন তারা। এ ছাড়া দরজাগুলো কমদামি ও নিম্নমানের বলেও সংশ্লিষ্ট এক কাঠমিস্ত্রি জানিয়েছেন।
এ দিকে পূর্বের কাঠের দরজাগুলোর কয়েকটি ছাড়া বাকি সব দরজা পরিবর্তন না করে অল্প খরচে মেরামত করা যেত বলে জানিয়েছেন হলের শিক্ষার্থীরা। ভাউচারে মোটা অঙ্ক যোগ করতে নতুন করে নিম্নমানের এ সব প্লাস্টিকের দরজা লাগানো হয়েছে বলে অভিযোগ তাদের।
নাম প্রকাশ না করার শর্তে এক মিস্ত্রি বলেন, বেশ কয়েকটি ওয়াশ রুমের দরজা শ খানেক টাকা দিয়ে ঠিক করা যেত। শুধুই টাকা নষ্ট করে নতুন দরজা দিচ্ছে। তাও আবার ভালো মানের না। দরজাগুলো সর্বোচ্চ দুই হাজার টাকা হবে। আসলে সরকারি কাজের মা-বাপ নেই।
এদিকে নতুন দেওয়া দরজার কয়েকটি ঠিকভাবে লাগাতে পারছেন না বলেও অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থী। এ নিয়ে বিপাকে পরেছেন তারা।
ওই হলের আবাসিক শিক্ষার্থী ইমানুল রায়হান বলেন, ‘নতুন দরজা লাগানো ওয়াশ রুমগুলোতে গিয়ে ভেতর দিক থেকে আর দরজাগুলো লাগাতে পারি না। ফলে ওয়াশ রুমগুলো এখন ব্যবহার করতে পারছি না। নতুন করে কাজ করেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে শিক্ষার্থীদের ভোগান্তির শেষ কোথায়!’
দরজার মান নিয়ে জানতে চাইলে জিয়াউর রহমান হলের সিভিল সেক্টরের দায়িত্বে থাকা ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার এ কে এম নাসিমুল ইসলাম বলেন, ‘দরজাগুলো কোন ব্রান্ডের তা সঠিক বলতে পারছি না। তবে দরজাগুলো দেখে ভালো মনে হয়েছিল তাই লাগাতে বলেছিলাম।’
এ বিষয়ে দায়িত্বরত সাব-কন্ট্রাক্টর রেজাউল করিম বলেন, ‘দরজাগুলোর মান নিয়ে কিছু বলতে পারছি না। আমাদের এগুলো লাগাতে বলা হয়েছে তাই করছি।’
এদিকে আবাসিক হলে নিম্নমানের ও নন-ব্রান্ডের দরজা লাগানোর বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে দরজা মেরামতের কাজ স্থগিত করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘অভিযোগের ভিত্তিতে চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে কাজ স্থগিত করেছি।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫