Ajker Patrika

প্রিসাইডিং কর্মকর্তার তথ্যে গরমিল, আটকে গেল ফল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১০: ৪৭
প্রিসাইডিং কর্মকর্তার তথ্যে গরমিল, আটকে গেল ফল

ঢাকার কেরানীগঞ্জে ১২ ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ১১টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মামলা জটিলতার কারণে এ ধাপে অনুষ্ঠিত হয়নি তারানগর ইউপি নির্বাচন। এদিকে নির্বাচনের আগেই উপজেলায় আট ইউপিতে আওয়ামী লীগের আট প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি তিন ইউনিয়নের মধ্যে দুই ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হলেও এখনো ঘোষণা করা হয়নি হযরতপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর ফল।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রিসাইডিং কর্মকর্তা হযরতপুর ইউনিয়নের লংকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের যে ফলাফল রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন, সেটির সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন আয়নালের কাছে থাকা রেজাল্ট সিটের মিল নেই। তবে দুটি রেজাল্ট শিটেই প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষর রয়েছে। এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া বেসরকারি ফলাফল ঘোষণা করেনি রিটার্নিং কর্মকর্তা।

এ দিকে এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা পরিষদে অবস্থান নেন হযরতপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আলাউদ্দিন ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আয়নাল হোসেনের লোকজন। বিদ্রোহী প্রার্থী মো. আলাউদ্দিনের লোকজন উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের লাঠিপেটা করে উপজেলা চত্বর থেকে বের করে দেয়।

হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আয়নাল হোসেন বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তা আমাদের কাছে যে ফলাফল দিয়েছেন, সে অনুযায়ী আমি ৪৬ ভোটে জয়ী। কিন্তু আলাউদ্দিনের লোকজন অস্ত্রের ভয় দেখিয়ে প্রিসাইডিং কর্মকর্তাকে দিয়ে ভিন্ন ফলাফল রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে বাধ্য করেছেন।’

বিদ্রোহী ঘোড়া প্রতীকের প্রার্থী মো. আলাউদ্দিন বলেন, ‘উপজেলার ফলাফল অনুযায়ী আমি ১৬৯ ভোটে জয়ী। কিন্তু ফলাফল ঘোষণা করা হচ্ছে না। তাঁরা ভিন্ন ফলাফল সিট তৈরি করে নির্বাচন নষ্ট করে দিতে চাইছেন।’

রিটার্নিং কর্মকর্তা তাইবুর রহমান বলেন, ‘আমি পূর্ণাঙ্গ ফলাফল তৈরি করছিলাম। এ সময় ওই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন লংকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি ফলাফলের কপি নিয়ে আসেন, যেটির সঙ্গে আমাদের কাছে থাকা ফলাফলের মিল নেই। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তাঁরা যে সিদ্ধান্ত দেবে সেটা বাস্তবায়ন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত