Ajker Patrika

পরিত্যক্ত বিলে দুই ফসল

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৩: ৪২
Thumbnail image

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাতভিটা বিলে বছরের অধিকাংশ সময় জলাবদ্ধতা লেগেই থাকত, ঠিকমতো ফসল হতো না। পানি অন্যত্র সরিয়ে নেওয়ায় বর্ষার সময় মাছ চাষ ও শুকনো মৌসুমে দুটি ফসল উৎপাদন হচ্ছে।

উলিপুর কৃষি কার্যালয় জানায়, উপজেলায় চলতি মৌসুমে ৬২৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এই ফসল চাষে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২ হাজার ৭৫০ জন কৃষককে সরিষা চাষের প্রণোদনা দেওয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা এলাকার বিলটি ১৯৮৮ সালের বন্যার পর থেকে জলাবদ্ধতা লেগেই থাকত। এ কারণে পরিত্যক্ত থাকত বছরের অধিকাংশ সময়। বিলের ৫০ জন মালিক গরিব কৃষক হওয়ায় তাঁদের পক্ষে বিলটি সংস্কার করে আবাদ বা মাছ চাষ করা সম্ভব ছিল না।

চলতি বছর বুড়াবুড়ি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রিক্তা পারভিন বিলের কৃষকদের সঙ্গে বৈঠক করে সমবায় ভিত্তিক জোট গঠন করেন। তাঁদের দিয়ে পরিত্যক্ত বিলটি পরিষ্কার ও পাম্প দিয়ে পানি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া প্রণোদনার মাধ্যমে অর্থ, বীজ, সার দিয়ে সরিষা চাষ করা হয়েছে।

বিলটিতে বর্ষাকালে মাছ চাষ ও শুকনো মৌসুমে দুটি আবাদ করার পরিকল্পনা করা হয়েছে। কৃষি বিভাগের উদ্যোগে ৮০ একর জমির এই বিলটি এখন সরিষা ফুলের বিলে পরিণত হয়েছে। কৃষকেরা সরিষা তুলে আসন্ন বোরো চাষ করার প্রস্তুতি নিচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ৬২৫ হেক্টর জমিতে সরিষার চাষ হচ্ছে। কৃষকদের সরিষা চাষে আগ্রহী করতে প্রণোদনার মাধ্যমে তাঁদের উৎসাহিত করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত