Ajker Patrika

অমিত মুহুরী হত্যা মামলায় আসামি রিপনের সাক্ষ্য

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৩: ১১
অমিত মুহুরী হত্যা মামলায় আসামি রিপনের সাক্ষ্য

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তালিকাভুক্ত সন্ত্রাসী অমিত মুহুরীকে হত্যা মামলার আসামি রিপন নাথের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞার আদালত সাক্ষ্যগ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্যের জন্য ১২ মে দিন ঠিক করেছেন।

অতিরিক্ত মহানগর পিপি অনুপম চক্রবর্তী বলেন, মামলার বাদী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার নাশির আহমেদ। এ সময় আসামি রিপন নাথের পক্ষে কোনো আইনজীবী না থাকায় আসামি নিজেই মামলার বাদী নাশির আহমেদকে জেরা করেছেন।

অমিত মুহুরী হত্যা মামলায় এ বছরের ৩০ জানুয়ারি আদালতে রিপনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

২০১৯ সালের ২৯ মে রাত ১০টার দিকে কারাগারের ৩২ নম্বর সেলের ৬ নম্বর কক্ষে ঘুমন্ত অমিতকে মাথায় উপর্যুপরি ইটের আঘাতে গুরুতর আহত করে আসামি রিপন। রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী অমিত মুহুরীর মৃত্যু হয়। নিহতের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ ১৬টি মামলা ছিল।

এ ঘটনায় চট্টগ্রাম কারাগারের জেলার নাশির আহমেদ পরদিন কোতোয়ালি থানায় মামলা করেন। এতে বন্দী রিপন নাথকে আসামি করা হয়। তদন্ত শেষে ২০২০ সালের ২৫ জুলাই নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আজিজ আহমেদ আদালতে অভিযোগপত্র দেন।

সেবার ১১ জুন আসামি রিপন আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছিলেন, সেলে ঢোকার পর ধূমপান করা নিয়ে অমিত মুহুরীর সঙ্গে রিপনের কথা-কাটাকাটি হয়। রাতে ঘুমানোর আগে অমিত রিপনকে তাঁর পায়ের কাছে শুতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে রাত ১০টার দিকে অমিত ঘুমিয়ে পড়লে সেলে থাকা ইট দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করলে অমিতের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত