Ajker Patrika

চর থেকে বালু তোলার প্রতিবাদে মানববন্ধন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৩: ০২
চর থেকে বালু তোলার প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের নাফ নদীর চর থেকে বালু তোলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। গত শনিবার বিকেলে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে এ মানববন্ধন করা হয়।

জানা গেছে, সাবরাং অর্থনৈতিক জোন ভরাটের জন্য শাহপরীর দ্বীপের নাফ নদীর চর থেকে বালু তোলা হচ্ছে।

মানববন্ধন স্থানীয় বাসিন্দারা বলেন, সাবরাং অর্থনৈতিক জোন ভরাটের জন্য শাহপরীর দ্বীপের নাফ নদীর চরে ড্রেজার বসিয়ে যেভাবে বালু তোলা হচ্ছে, এতে অচিরেই দ্বীপটি হুমকির মুখে পড়বে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহেদ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর কয়েকশ কোটি টাকার একাধিক প্রকল্প শাহপরীর দ্বীপ রক্ষায় বাস্তবায়নাধীন রয়েছে। অথচ সেই দ্বীপকে হুমকিতে ফেলে বালু তোলা হচ্ছে। অবিলম্বে বালু তোলা বন্ধে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল বলেন, সাবরাং অর্থনৈতিক জোনে যে পরিমাণ বালু দরকার, তা নাফ নদীর চর থেকে নেওয়া হলে দ্বীপটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এভাবে বালু তোলা হলে জেটিটি ধসে পড়তে পারে।’

স্থানীয় কলেজছাত্র আব্দুল বাসেদ বলেন, টেকনাফ-সেন্ট মার্টিন নৌ রুটের যে স্থানে ডুবোচর সৃষ্টি হয়ে প্রতিবছর সেন্ট মার্টিন নৌযান চলাচলে বাধার সৃষ্টি হয়, সেখান থেকে বালু তোলা হলে একদিকে নৌ চলাচলের রাস্তা হবে, অন্যদিকে অর্থনৈতিক জোনের বালুর চাহিদাও মিটবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত