Ajker Patrika

১১ বিদ্রোহীতে নৌকার জয় নিয়ে সংশয়

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১০: ০২
১১ বিদ্রোহীতে নৌকার জয় নিয়ে সংশয়

পাবনার ভাঙ্গুড়া উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামীকাল রোববার। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী রয়েছেন ১১ জন। এঁদের কারণে জয়ের ব্যাপারে সংশয়ে আছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা।

এ নির্বাচনকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়েছেন ক্ষমতাসীন দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও ভোটাররা। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় ইতিমধ্যে আওয়ামী লীগ থেকে বিদ্রোহী তিন চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, চতুর্থ ধাপে আগামীকাল রোববার উপজেলার ৪টি ইউপিতে ভোট হবে। মোট ভোটার সংখ্যা ৫৯ হাজার ৪২৫। চেয়ারম্যান পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ১২৮ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১১ জনই বিদ্রোহী। নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ১৬ জন। এঁদের মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল হয় এবং দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বাকিরা দলীয় সিদ্ধান্ত না মেনে নৌকার বিরুদ্ধে ভোটের মাঠে আছেন।

উপজেলার পার ভাঙ্গুড়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য হেদায়তুল হক (নৌকা)। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাদশা (আনারস) ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর মোহাম্মদ মাস্টার (ঘোড়া)। অষ্টমনিষায় আওয়ামী লীগে প্রার্থী উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা সুলতানা জাহান বকুল (নৌকা)। এ ইউপিতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বহিষ্কৃত ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক (ঘোড়া)।

দিলপাশার ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অশোক কুমার ঘোষ প্রণো (নৌকা)। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সম্পাদক আব্দুল হান্নান (মোটরসাইকেল)। এ ছাড়া দলীয় মনোনয়ন না চেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ রানা (চশমা) ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম খান (আনারস)। খানমরিচ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি নুর-ঊন-নবী মণ্ডল দুলাল মাস্টার (নৌকা)। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার ভাগনে সাবেক ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন খান মিঠু (ঘোড়া)।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লোকমান হোসেন বলেন, ইতিমধ্যে তিন বিদ্রোহীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি চারটি ইউপিতেই আওয়ামী লীগের জয়ের ব্যাপারে আশাবাদী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত