Ajker Patrika

বেসরকারি স্কুলে ভর্তির লটারি আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৮: ৩৩
বেসরকারি স্কুলে ভর্তির লটারি আজ

আসনের তুলনায় ভর্তির আবেদনকারীর সংখ্যা অনেক কম। ফলে এ বছর বেসরকারি স্কুলগুলোতে দুই-তৃতীয়াংশ আসনই ফাঁকা থেকে যাচ্ছে। ধানমন্ডির জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ভবনে আজ রোববার বিকেলে ২০২২ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলগুলোর ভর্তির লটারি অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, মাধ্যমিক স্তরের সর্বমোট ২ হাজার ৯০৭টি বেসরকারি স্কুলে মোট আসন রয়েছে প্রায় সাড়ে ৯ লাখ। কিন্তু আবেদন করেছেন প্রায় ৩ লাখ ৭০ হাজার শিক্ষার্থী। ফলে স্কুলগুলোর প্রায় ৬ লাখ আসন শূন্যই থেকে যাচ্ছে।

এ বিষয়ে স্কুল ভর্তি কমিটির সদস্যসচিব ও মাউশির উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন জানিয়েছেন, ‘১৬ ডিসেম্বর বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শেষ হয়েছে। প্রায় ৩ লাখ ৭০ হাজার ভর্তির আবেদন পড়েছে। আসনের চেয়ে আবেদন অনেক কম। এবার হয়তো অনেক আসন ফাঁকাই থেকে যাবে।’ গত ২৫ নভেম্বর থেকে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদনপত্র গ্রহণ শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত