Ajker Patrika

নবরূপীর বর্ষপূর্তিতে শোভাযাত্রা, আলোচনা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২৩
Thumbnail image

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নানা আয়োজনে নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের আমবাগান এলাকায় সংগঠনটির কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর সার্জেন্ট আহাদ স্মৃতি প্রাঙ্গণে এসে শোভাযাত্রাটি শেষ হয়। পরে দুপুর ১২টায় গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন খেলাধুলাসহ একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌমন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর চেয়ারম্যান আব্দুস সামাদ ফারুক। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল। বক্তব্য রাখেন পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ভুলু, প্রেসক্লাব নালিতাবাড়ী এর সাবেক সভাপতি এম এ হাকাম হীরা, আব্দুর রশীদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ অনেকে।

ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে সংগঠনটির ৪৪ বছরের গৌরবগাঁথা ইতিহাস উল্লেখ করে বক্তারা স্মৃতিচারণ করেন।

তাঁরা বলেন, নতুন প্রজন্মকে ক্রীড়া ও সাংস্কৃতিতে ফিরিয়ে একটি সুস্থ সমাজ গঠনে কাজ করে যাচ্ছে নবরুপী। নতুন প্রজন্মকে মাঠে ফিরিয়ে আনতে এবং সংস্কৃতির চর্চা করতে নবরুপী সবসময় কাজ করে যাবে।

পরে বিকেলে র‍্যাফেল ড্র, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের সমাপ্তি ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত