Ajker Patrika

জলাবদ্ধ সড়কে দুর্ভোগ সীমাহীন

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
জলাবদ্ধ সড়কে দুর্ভোগ সীমাহীন

নরসিংদীর মনোহরদীতে সংস্কার ও নালা ব্যবস্থার অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে একটি সড়ক। সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দ। সামন্য বৃষ্টি হলেই জমে পানি। এতে  প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগ হচ্ছে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের।

সরেজমিনে দেখা গেছে, মনোহরদী বাজার থেকে পোস্ট অফিস-হারুরদিয়া সড়কের সামান্য দক্ষিণে ক্যাফে গার্ডেনের সামনে এক থেকে দেড় শ মিটার পাকা সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এ ছাড়া ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই খানাখন্দে ভরা সড়কটি পানিতে তলিয়ে যায়। এই সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন খানাখন্দের কারণে উল্টে যায়।

এই সড়কে নিয়মিত চলাচলকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা আইরিন খান জানান, রোজই দুর্ঘটনার শিকার হতে হয়। সড়কটি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে।

হারুরদিয়া গ্রামের ব্যবসায়ী ডলার আহমেদ বলেন, উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক এটি। প্রতিদিনই শত শত বিদ্যালয় ও কলেজপড়ুয়া ছেলেমেয়ে এই সড়ক দিয়েই যাওয়া-আসা করে থাকে। আমাদের দাবি, দ্রুত যেন সড়কটি সংস্কার করা হয়।

পৌর শহরের রিকশাচালক নিতাই দাস বলেন, বেশ কয়েকবার এখানে তাঁর রিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। অটোরিকশাচালক ও সিএনজিচালিত অটোরিকশাচালকদেরও খানাখন্দে ভরা সড়কটির ব্যাপারে একই অভিযোগ।

জানা গেছ, পুরনো ব্রহ্মপুত্র নদ পুনঃ খননের সময় এই সড়কের পাশের একটি জমি ভরাট করার পর এখানকার ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হয়ে যায়। সেই থেকে এ দুরবস্থা-দুর্ভোগের শুরু।

মনোহরদী উপজেলা প্রকৌশলী মীর মাহিদুল ইসলাম বলেন, টেন্ডার কার্যক্রম চলমান রয়েছে। এখানে আরসিসি সড়কের সঙ্গে নালা ব্যবস্থাও তৈরি করা হবে। টেন্ডার কার্যক্রম শেষ হলে দ্রুতই এটির সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত