Ajker Patrika

দূরে গিয়েও কাছে আসা যায়

দূরে গিয়েও কাছে আসা যায়

‘সিঁদুরখেলা’, ‘জড়োয়ার ঝুমকো’ এবং সর্বশেষ ‘যমুনা ঢাকি’—সব সিরিয়ালেই শ্বেতা ভট্টাচার্যকে দেখা গেছে দাপুটে চরিত্রে। অস্তিত্বের লড়াইয়ে আপসহীন, এমন ইমেজেই পরিচিতি পেয়েছেন তিনি। তবে ‘সোহাগ জল’-এ শ্বেতার ভূমিকা ঠিক উল্টো। এ সিরিয়ালের কাহিনিতে তিনিই বরং সরে দাঁড়াবেন সংসারের জটিলতা থেকে। এমন প্লট নিয়ে জি বাংলায় আজ থেকে শুরু হচ্ছে নতুন সিরিয়াল ‘সোহাগ জল’।

এতে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করেছেন শ্বেতা ভট্টাচার্য ও হানি বাফনা।বিচ্ছেদ দিয়েই শুরু হচ্ছে ‘সোহাগ জল’ ধারাবাহিকের গল্প। গল্পে শ্বেতার নাম জুঁই। যে পরিবারে তার বিয়ে হয়েছে, সেখানকার সবাই ভীষণ ভালোবাসে তাকে। জুঁইও সবার প্রতি খেয়াল রাখে।শ্বশুরকে বারবার চা বানিয়ে দেওয়া, শাশুড়িকে পান সাজিয়ে দেওয়া, ননদকে বলেকয়ে রেওয়াজে বসানো, দেবরের পছন্দমতো জলখাবার বানিয়ে দেওয়া—সব কাজই হাসিমুখে করে জুঁই।

বলতে গেলে, তাকে ছাড়া এ বাড়ির একটা দিনও চলে না। তবে এত আদরের সেই বউমাকেই ছাড়তে হচ্ছে বাড়ি। কারণ বর শুভ্রর সঙ্গে জুঁইয়ের সম্পর্ক ভালো যাচ্ছে না। তাই কিছুদিন আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছে সে। জুঁইয়ের বিশ্বাস, কিছুদিন পরস্পরের থেকে দূরে থাকলে হয়তো আবার মায়া বাড়বে। সে প্রমাণ করে দেখাতে চায়, দূরে গিয়েও কাছে আসা যায়। তবে কীভাবে আবার এক হবে দুজনের পথ—সে গল্পই বলবে ‘সোহাগ জল’।

শ্বেতা-হানির ‘সোহাগ জল’-এর আগমনে কপাল পুড়ছে ঊর্মি-সাত্যকি জুটির। ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটি যে সময় প্রচার হতো, সেই সাড়ে ৯টার স্লট দখল করে নিচ্ছে সোহাগ জল। আর ‘এই পথ যদি না শেষ হয়’-এর প্রচার সময় পিছিয়ে নেওয়া হয়েছে রাত ১০টায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত