আর জি কর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল কলকাতা। বিচারের দাবিতে সাধারণ মানুষের পাশাপাশি পথে নেমেছেন তারকারাও। এই উত্তাল পরিস্থিতিতে বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ করা নারীদের অধিকারের বিষয়টিও জোরেশোরে উঠে আসছে।
মালয়ালম ইন্ডাস্ট্রিতে একাধিক যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে আসার পর প্রভাব পড়েছে অন্য ইন্ডাস্ট্রিতেও। কলকাতার ইন্ডাস্ট্রির অনেকে দাবি তুলেছিলেন নারী সুরক্ষা কমিটি তৈরির জন্য। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে গঠন করা হয়েছে সুরক্ষা বন্ধু নামের একটি কমিটি, যা ইন্ডাস্ট্রির নারীদের যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করবে।
এ ঘটনার এক সপ্তাহের মধ্যেই ডিরেক্টরস গিল্ড থেকে বরখাস্ত করা হলো টালিউডের জনপ্রিয় পরিচালক ও অভিনেতা অরিন্দম শীলকে। শোনা যাচ্ছে, যৌন হেনস্তার অভিযোগ রয়েছে পরিচালকের বিরুদ্ধে। ইতিমধ্যে এ বিষয়ে পরিচালককে নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যম। ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচালকের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে। যার প্রাথমিক প্রমাণ রয়েছে এবং তা অত্যন্ত উদ্বেগের। এমন অভিযোগ সংগঠনের পক্ষে ক্ষতিকর। সে কারণেই অনির্দিষ্টকালের জন্য পরিচালককে সাসপেন্ড করা হয়েছে। যত দিন না পর্যন্ত পরিচালকের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা প্রমাণিত হচ্ছে, তত দিন এই সিদ্ধান্ত বহাল থাকবে।
কয়েক দিন আগে অরিন্দম শীলের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ আনেন এক অভিনেত্রী। এ বিষয়ে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি সুব্রত সেন বলেন, ‘মহিলা কমিশন থেকে অভিযোগ আসার পরেই আমরা এ বিষয়টি নিয়ে আলোচনায় বসি। সবার সম্মতিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’ তবে নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক অরিন্দম শীল। তিনি জানান, বিষয়টি ‘একটি খুনির সন্ধানে’ সিনেমার সেটে হয়েছে। সাহেব ও অভিযোগকারী অভিনেত্রীকে তিনি একটি শট বুঝিয়ে দিচ্ছিলেন। সেই সময় অনিচ্ছাকৃতভাবে পরিচালকের মুখ অভিনেত্রীর গালে লেগে যায়। তখন এ নিয়ে কোনো প্রতিক্রিয়া হয়নি।
অরিন্দম শীল বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, আমি শট বোঝাতে গিয়ে অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছি। সে সময় ক্য়ামেরা পারসন থেকে শুরু করে সবাই সেটে উপস্থিত ছিলেন। গত শুক্রবার মহিলা কমিশন থেকে আমাকে ডাকা হয়েছিল। আমি সেখানেও বলেছি, অনিচ্ছাকৃত কিছু কারণে ওই অভিনেত্রী আমাকে ভুল বুঝেছেন। যদি আমার ভুলবশত ওই অভিনেত্রী আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমাপ্রার্থী। তবে ডিরেক্টরস গিল্ড, আমার সঙ্গে কোনো কথা না বলেই এ সিদ্ধান্ত নিয়েছে।’
অরিন্দম শীল প্রায় দুই যুগ ধরে টালিউডের চলচ্চিত্রে অভিনয় করছেন। ২০১৩ সালে ‘আবর্ত’ দিয়ে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন তিনি। এরপর ‘এবার শবর’, ‘ঈগলের চোখ’, ‘মিতিন মাসি’সহ ২০টির বেশি সিনেমা বানিয়েছেন তিনি।
আর জি কর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল কলকাতা। বিচারের দাবিতে সাধারণ মানুষের পাশাপাশি পথে নেমেছেন তারকারাও। এই উত্তাল পরিস্থিতিতে বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ করা নারীদের অধিকারের বিষয়টিও জোরেশোরে উঠে আসছে।
মালয়ালম ইন্ডাস্ট্রিতে একাধিক যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে আসার পর প্রভাব পড়েছে অন্য ইন্ডাস্ট্রিতেও। কলকাতার ইন্ডাস্ট্রির অনেকে দাবি তুলেছিলেন নারী সুরক্ষা কমিটি তৈরির জন্য। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে গঠন করা হয়েছে সুরক্ষা বন্ধু নামের একটি কমিটি, যা ইন্ডাস্ট্রির নারীদের যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করবে।
এ ঘটনার এক সপ্তাহের মধ্যেই ডিরেক্টরস গিল্ড থেকে বরখাস্ত করা হলো টালিউডের জনপ্রিয় পরিচালক ও অভিনেতা অরিন্দম শীলকে। শোনা যাচ্ছে, যৌন হেনস্তার অভিযোগ রয়েছে পরিচালকের বিরুদ্ধে। ইতিমধ্যে এ বিষয়ে পরিচালককে নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যম। ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচালকের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে। যার প্রাথমিক প্রমাণ রয়েছে এবং তা অত্যন্ত উদ্বেগের। এমন অভিযোগ সংগঠনের পক্ষে ক্ষতিকর। সে কারণেই অনির্দিষ্টকালের জন্য পরিচালককে সাসপেন্ড করা হয়েছে। যত দিন না পর্যন্ত পরিচালকের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা প্রমাণিত হচ্ছে, তত দিন এই সিদ্ধান্ত বহাল থাকবে।
কয়েক দিন আগে অরিন্দম শীলের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ আনেন এক অভিনেত্রী। এ বিষয়ে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি সুব্রত সেন বলেন, ‘মহিলা কমিশন থেকে অভিযোগ আসার পরেই আমরা এ বিষয়টি নিয়ে আলোচনায় বসি। সবার সম্মতিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’ তবে নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক অরিন্দম শীল। তিনি জানান, বিষয়টি ‘একটি খুনির সন্ধানে’ সিনেমার সেটে হয়েছে। সাহেব ও অভিযোগকারী অভিনেত্রীকে তিনি একটি শট বুঝিয়ে দিচ্ছিলেন। সেই সময় অনিচ্ছাকৃতভাবে পরিচালকের মুখ অভিনেত্রীর গালে লেগে যায়। তখন এ নিয়ে কোনো প্রতিক্রিয়া হয়নি।
অরিন্দম শীল বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, আমি শট বোঝাতে গিয়ে অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছি। সে সময় ক্য়ামেরা পারসন থেকে শুরু করে সবাই সেটে উপস্থিত ছিলেন। গত শুক্রবার মহিলা কমিশন থেকে আমাকে ডাকা হয়েছিল। আমি সেখানেও বলেছি, অনিচ্ছাকৃত কিছু কারণে ওই অভিনেত্রী আমাকে ভুল বুঝেছেন। যদি আমার ভুলবশত ওই অভিনেত্রী আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমাপ্রার্থী। তবে ডিরেক্টরস গিল্ড, আমার সঙ্গে কোনো কথা না বলেই এ সিদ্ধান্ত নিয়েছে।’
অরিন্দম শীল প্রায় দুই যুগ ধরে টালিউডের চলচ্চিত্রে অভিনয় করছেন। ২০১৩ সালে ‘আবর্ত’ দিয়ে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন তিনি। এরপর ‘এবার শবর’, ‘ঈগলের চোখ’, ‘মিতিন মাসি’সহ ২০টির বেশি সিনেমা বানিয়েছেন তিনি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫