Ajker Patrika

মুলাদীতে ফের বেড়েছে ডায়রিয়া এক দিনে ভর্তি ১৪ রোগী

মুলাদী প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১০: ৫০
মুলাদীতে ফের বেড়েছে ডায়রিয়া   এক দিনে ভর্তি ১৪ রোগী

মুলাদীতে আবার বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এক দিনেই ১৪ জন রোগী মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ছাড়া রোববার ৬ জন এবং সোমবার ৮ জনকে ভর্তি করা হয়। হঠাৎ করে ডায়ারিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে চিকিৎসকেরা আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে ডায়রিয়ার রোগীর চাপ কিছুটা কম ছিল। কিন্তু গত ৩ দিন ধরে রোগীর সংখ্যা বেড়ে গেছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ১৪ জন রোগী হাসপাতালে এসেছেন। তাঁদের সবাইকে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জ্যেষ্ঠ সেবিকা মরিয়ম আক্তার জানান, হঠাৎ করেই ডায়রিয়া রোগীদের চাপ বেড়ে গেছে। গত রোববার ও সোমবার ১৪ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের সবাইকে স্যালাইনের পাশাপাশি পর্যন্ত সেবা দেওয়া হচ্ছে। এর আগে দৈনিক গড়ে ২-১ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

হাসপাতালের চিকিৎসক অশোক সেন বলেন, গরমে ডায়রিয়ার প্রকোপ কিছুটা বাড়ে। এ ছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাদ্যাভ্যাসের সঙ্গে এই রোগ সম্পর্কিত। খাওয়ার আগে হাত না ধোঁয়া, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা, পচা-বাসি খাবার খাওয়ার জন্য ডায়রিয়া হতে পারে। তবে সচেতনতা অবলম্বন করলে ডায়রিয়া থেকে বেঁচে থাকা যায়।

মুলাদী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান বলেন, গরম বাড়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ডায়রিয়া রোগীদের সামাল দিতে হাসপাতালের চিকিৎসক-নার্সদের মধ্যে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত