বিনোদন ডেস্ক
জি বাংলায় একসঙ্গে শেষ হচ্ছে তিনটি সিরিয়াল—‘কার কাছে কই মনের কথা’, ‘আলোর কোলে’ ও ‘অষ্টমী’। এই তিন ধারাবাহিকের জায়গায় আসছে নতুন গল্প। আগামীকাল থেকে একই দিনে শুরু হচ্ছে নতুন দুই সিরিয়ালের যাত্রা। ‘পুবের ময়না’ ও ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’, দুটিই নারীপ্রধান গল্পের সিরিয়াল। এতে দেখা যাবে ভিন্ন দুই নারীর সংগ্রামের গল্প।
দুই বাংলার গল্পে ‘পুবের ময়না’
বাংলাদেশের মেয়ে ময়নার গল্প দেখা যাবে এ সিরিয়ালে। ছোটবেলায় পালিয়ে গিয়েছিল কলকাতায়। এখন সেখানে এক বাড়িতে কাজ করে। এতে কিশোরী ময়না চরিত্রে অভিনয় করছেন ঐশানী দে। পুবের ময়না দিয়ে অভিনয়ে হাতেখড়ি হচ্ছে ঐশানীর। তাঁর নায়ক রোদ্দুরের ভূমিকায় দেখা যাবে গৌরব রায় চৌধুরীকে। এর আগে গৌরবকে দেখা গিয়েছিল ‘রাঙা বউ’ ধারাবাহিকে।
পুবের ময়নার গল্পে দেখা যাবে, নায়ক অর্থাৎ রোদ্দুরের বাড়িতে চলছে বিয়ের অনুষ্ঠান। কারণ, লগ্নভ্রষ্ট হওয়ার কারণে বিয়ে না করেই বাড়িতে ফিরতে হয়েছে রোদ্দুরকে। তা নিয়ে যখন সবাই নানা ধরনের কথা শোনাতে থাকে। জেদ করে রোদ্দুর ও ময়নাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেয় রোদ্দুরের মা।
তবে বিষয়টি মন থেকে মানতে পারে না রোদ্দুর। বাসরঘরে সে কথা বলতেই উত্তরে ময়না জানায়, এই বিয়েতে তারও সায় নেই। কারণ বাংলাদেশে আগেও একবার বিয়ের পিঁড়িতে বসেছিল সে। কোনো রকমে সে বিয়ে থেকে পালিয়ে বেঁচেছে। অতীতে কী ঘটেছিল ময়নার সঙ্গে, সে রহস্য জিইয়ে রাখা হয়েছে প্রোমোতে। সিরিয়ালটি দেখা যাবে আগামীকাল থেকে জি বাংলার পর্দায়, বাংলাদেশ সময় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায়।
‘ডায়মন্ড দিদি’র স্বপ্ন
একই দিন থেকে জি বাংলায় শুরু হচ্ছে আরেক সিরিয়াল ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’। গল্পের নায়িকা ডায়মন্ডের স্বপ্ন রেস্তোরাঁ খুলবে। তার নাম ছড়িয়ে পড়বে দিকে দিকে। সারাক্ষণ এই স্বপ্নে বিভোর থাকে সে। পরিবারের সদস্যরা নানা কথা শোনায় তাকে। ডায়মন্ড সবাইকে আশ্বস্ত করে, সে একদিন অনেক টাকা কামাবে। তখন ঘুরে যাবে তাদের ভাগ্য। তারপর দেখা যায়, রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করছে ডায়মন্ড। সেখানে খেতে এসেছে এক অভিজাত পরিবার। ডায়মন্ডের ভুল ইংরেজি শুনে সবাই হাসাহাসি করে। রেস্তোরাঁর মালিক ডায়মন্ডকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। সবার সামনে দাঁড়িয়ে সে মালিককে চ্যালেঞ্জ করে, সে একদিন এর চেয়েও বড় রেস্তোরাঁ দেবে। এই পুরো দৃশ্য ধরা পড়ে নায়কের ক্যামেরায়।
ডায়মন্ড দিদি জিন্দাবাদ দেখা যাবে জি বাংলার পর্দায়, সোম থেকে শনিবার বাংলাদেশ সময় প্রতিদিন রাত সাড়ে ৯টায়। অভিনয় করেছেন ডোনা ভৌমিক ও আয়ান ঘোষ।
জি বাংলায় একসঙ্গে শেষ হচ্ছে তিনটি সিরিয়াল—‘কার কাছে কই মনের কথা’, ‘আলোর কোলে’ ও ‘অষ্টমী’। এই তিন ধারাবাহিকের জায়গায় আসছে নতুন গল্প। আগামীকাল থেকে একই দিনে শুরু হচ্ছে নতুন দুই সিরিয়ালের যাত্রা। ‘পুবের ময়না’ ও ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’, দুটিই নারীপ্রধান গল্পের সিরিয়াল। এতে দেখা যাবে ভিন্ন দুই নারীর সংগ্রামের গল্প।
দুই বাংলার গল্পে ‘পুবের ময়না’
বাংলাদেশের মেয়ে ময়নার গল্প দেখা যাবে এ সিরিয়ালে। ছোটবেলায় পালিয়ে গিয়েছিল কলকাতায়। এখন সেখানে এক বাড়িতে কাজ করে। এতে কিশোরী ময়না চরিত্রে অভিনয় করছেন ঐশানী দে। পুবের ময়না দিয়ে অভিনয়ে হাতেখড়ি হচ্ছে ঐশানীর। তাঁর নায়ক রোদ্দুরের ভূমিকায় দেখা যাবে গৌরব রায় চৌধুরীকে। এর আগে গৌরবকে দেখা গিয়েছিল ‘রাঙা বউ’ ধারাবাহিকে।
পুবের ময়নার গল্পে দেখা যাবে, নায়ক অর্থাৎ রোদ্দুরের বাড়িতে চলছে বিয়ের অনুষ্ঠান। কারণ, লগ্নভ্রষ্ট হওয়ার কারণে বিয়ে না করেই বাড়িতে ফিরতে হয়েছে রোদ্দুরকে। তা নিয়ে যখন সবাই নানা ধরনের কথা শোনাতে থাকে। জেদ করে রোদ্দুর ও ময়নাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেয় রোদ্দুরের মা।
তবে বিষয়টি মন থেকে মানতে পারে না রোদ্দুর। বাসরঘরে সে কথা বলতেই উত্তরে ময়না জানায়, এই বিয়েতে তারও সায় নেই। কারণ বাংলাদেশে আগেও একবার বিয়ের পিঁড়িতে বসেছিল সে। কোনো রকমে সে বিয়ে থেকে পালিয়ে বেঁচেছে। অতীতে কী ঘটেছিল ময়নার সঙ্গে, সে রহস্য জিইয়ে রাখা হয়েছে প্রোমোতে। সিরিয়ালটি দেখা যাবে আগামীকাল থেকে জি বাংলার পর্দায়, বাংলাদেশ সময় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায়।
‘ডায়মন্ড দিদি’র স্বপ্ন
একই দিন থেকে জি বাংলায় শুরু হচ্ছে আরেক সিরিয়াল ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’। গল্পের নায়িকা ডায়মন্ডের স্বপ্ন রেস্তোরাঁ খুলবে। তার নাম ছড়িয়ে পড়বে দিকে দিকে। সারাক্ষণ এই স্বপ্নে বিভোর থাকে সে। পরিবারের সদস্যরা নানা কথা শোনায় তাকে। ডায়মন্ড সবাইকে আশ্বস্ত করে, সে একদিন অনেক টাকা কামাবে। তখন ঘুরে যাবে তাদের ভাগ্য। তারপর দেখা যায়, রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করছে ডায়মন্ড। সেখানে খেতে এসেছে এক অভিজাত পরিবার। ডায়মন্ডের ভুল ইংরেজি শুনে সবাই হাসাহাসি করে। রেস্তোরাঁর মালিক ডায়মন্ডকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। সবার সামনে দাঁড়িয়ে সে মালিককে চ্যালেঞ্জ করে, সে একদিন এর চেয়েও বড় রেস্তোরাঁ দেবে। এই পুরো দৃশ্য ধরা পড়ে নায়কের ক্যামেরায়।
ডায়মন্ড দিদি জিন্দাবাদ দেখা যাবে জি বাংলার পর্দায়, সোম থেকে শনিবার বাংলাদেশ সময় প্রতিদিন রাত সাড়ে ৯টায়। অভিনয় করেছেন ডোনা ভৌমিক ও আয়ান ঘোষ।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪