Ajker Patrika

ছয় মাসেই দেবে গেল সড়ক সংস্কারকাজ নিয়ে অসন্তোষ

অভয়নগর (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০৯: ৩৫
ছয় মাসেই দেবে গেল সড়ক  সংস্কারকাজ নিয়ে অসন্তোষ

যশোরের অভয়নগর উপজেলার আলীপুর-সুন্দলী সড়কের প্রায় পাঁচ কিলোমিটার সড়কের নির্মাণকাজ শেষ হয়েছে ২০২১ সালের জুন মাসে। নির্মাণকাজ শেষ হওয়ার অল্প দিনের মধ্যেই সড়কের কয়েক জায়গা দেবে যাওয়ার অভিযোগ ওঠে। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সড়কের দেবে যাওয়া অংশগুলো সংস্কারের কাজ শুরু হয়েছে। কিন্তু সংস্কারের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের কাজ নিয়ে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। উপজেলা স্থানীয়

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের মাঝামাঝি ৬ কোটি ১৯ লাখ ৮২২ টাকা ব্যয়ে উপজেলার আলীপুর-সুন্দলী পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের নির্মাণকাজ শেষ হয়। নির্মাণকাজের দায়িত্ব পায় যশোরের ‘বিশ্বজিৎ কন্সট্রাকশন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণকাজ শেষ হওয়ার পর যানবাহন চলাচল শুরু হলে সড়কের কয়েক অংশ দেবে যায়। এ নিয়ে এলাকাবাসী অভিযোগ জানালে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. সানাউল হক ঠিকাদারি প্রতিষ্ঠানকে যথাযথভাবে সংস্কারকাজ করার নির্দেশ দেন।

গতকাল মঙ্গলবার সকালে সরেজমিন দেখা গেছে, নতুন সড়কের বেশ কয়েকটি জায়গা এক থেকে দেড় ফুট করে দেবে গেছে। দেবে যাওয়া অংশের দুপাশে সৃষ্টি হয়েছে ভাঙন। ঠিকাদারি প্রতিষ্ঠান দেবে যাওয়া অংশে বালু মিশ্রিত খোয়া ফেলে ভরাটের কাজ করছে।

ঘটনাস্থলে উপস্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বিশ্বজিৎ কন্সট্রাকশনের প্রতিনিধি বাবুল বলেন, ‘সড়কের দুপাশে জলাবদ্ধতার কারণে সড়কের কয়েকটি জায়গা দেবে গেছে। জরুরি ভিত্তিতে পাইলিং করা প্রয়োজন, না হলে সংস্কারের পর আবারও দেবে যাওয়ার শঙ্কা রয়েছে।’ এদিকে পিচের ওপর শুধু বালু মিশ্রিত খোয়া ফেলে দেবে যাওয়া অংশ ভরাটের কাজ করা হচ্ছে কেন এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি।

উপজেলা প্রকৌশলী মো. সানাউল হক বলেন, আলীপুর-সুন্দলী সড়কের দেবে যাওয়া অংশ আমি পরিদর্শন করেছি। গত শনিবার থেকে সংস্কারকাজ শুরু হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে টেন্ডার মোতাবেক সংস্কারকাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাশিয়ার জব্দ ১৬২ বিলিয়ন ডলার দিয়ে ইউক্রেনের জন্য কোথা থেকে অস্ত্র কেনা হবে, তা নিয়ে বিভক্ত ইইউ

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

‎টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে উদ্ধার

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

এলাকার খবর
Loading...