Ajker Patrika

এমএ কুদ্দুসকে দেখতে গেলেন বাবুল

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৭: ০৪
এমএ কুদ্দুসকে দেখতে গেলেন বাবুল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আওয়ামী লীগ নেতা এমএ কুদ্দুছকে দেখতে হাসপাতালে গেলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল। গত সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে দেখতে যান তিনি।

সূত্র জানায়, এমএ কুদ্দুছের আহত হওয়ার খবর শুনে সুনামগঞ্জ থেকে ছুটে আসেন মোয়াজ্জেম হোসেন বাবুল। রাতেই তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান। এ সময় সেখানে গিয়ে খোঁজ-খবর নেন এবং তাঁর পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে মোয়াজ্জেম হোসেন বাবুল এমএ কুদ্দুছের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

গত সোমবার রাত ৯টার দিকে দাপুনিয়ার ছয়মাইল এলাকায় অটোরিকশা উল্টে আহত হন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত