Ajker Patrika

ফুলগাছ পাহাড়ের, ঝাড়ু তৈরি নবাবগঞ্জে

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৯: ০৫
ফুলগাছ পাহাড়ের, ঝাড়ু তৈরি নবাবগঞ্জে

দিনাজপুরের নবাবগঞ্জে তৈরি করা হয় পাহাড়ি ফুলঝাড়ু। উপজেলার অদূরে তর্পণঘাট ও গোলাবাড়ী এলাকায় গড়ে উঠেছে ফুলঝাড়ুর কারখানা। এর কাঁচামাল কাশফুল পার্বত্য চট্টগ্রাম থেকে আনা হয়। এখানকার তৈরি ফুলঝাড়ু দেশের বিভিন্ন জেলার চাহিদা মেটাতে সক্ষম বলে ধারণা করা হচ্ছে।

কারখানায় গিয়ে দেখা যায়, স্থানীয় এক পরিত্যক্ত চাতাল মিলে প্রায় ৫০-৬০ জন শ্রমিক নিয়ে গড়ে তোলা হয়েছে ফুলঝাড়ুর কারখানা। নাম দেওয়া হয়েছে ‘আপন হ্যান্ডি ক্র্যাফট’।

সেখানে বসে ঝাড়ু তৈরি করছেন নারী ও পুরুষ শ্রমিকেরা।

নারী শ্রমিক জগন্নাথপুর গ্রামের ভারতি রানি আজকের পত্রিকাকে জানান, ‘বাড়ির কাছে কারখানা হয়েছে, তাই কাজ করতে আসছি, বেতন কম হলেও কম সময়ে বাড়তি আয়ের জন্য এ কাজ করছি।’

কারখানার পাশের অধিবাসী তরুমালা, জোসনা রানি ও সুবর্ণা রানি বলেন, ‘মাত্র তিন হাজার টাকার বিনিময়ে ফুলঝাড়ু তৈরির কাজ করছি, কম পরিশ্রমে এলাকার মানুষের বাড়তি আয়ের উৎস এটি।’

কারখানার পরিচালক মো. রফিকুজ্জামান জানান, বর্তমানে এই কারখানায় ৪০ জন নারী ও ১০ জন পুরুষ শ্রমিক নিয়মিত কাজ করছেন। আপাতত তিন হাজার টাকা মাসিক হারে পারিশ্রমিক দেওয়া হচ্ছে। পরবর্তীকালে আরও বৃদ্ধি পাওয়ার প্রত্যাশা করেন তিনি।

কারখানার উদ্যোক্তা মো. হাসিম উদ্দিন আজকের পত্রিকাকে জানান, স্থানীয় বেকার নারী-পুরুষদের খণ্ডকালীন সময়ে কাজ করে কীভাবে বাড়তি আয় করা যায়, সেই চিন্তা থেকে এই ক্ষুদ্র কর্মসংস্থানের ব্যবস্থা। বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চালু থাকলেও ভবিষ্যতে ভালো কিছু হবে বলে মনে করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত