Ajker Patrika

ঈদের আগে উপহারের ঘর পেয়ে খুশি গৃহহীন মানুষ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৫: ৪৪
Thumbnail image

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে। গতকাল শেরপুর, নেত্রকোনা ও জামালপুরে এগুলো হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ঘর হস্তান্তর উদ্বোধন করেন। ঘর পেয়ে গৃহহীন ও ভূমিহীন মানুষেরা খুশি। খবর প্রতিনিদের পাঠানো।

শেরপুর: শেরপুরে ১৬৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে পাকা ঘর হস্তান্তর করা হয়েছে। গতকাল সকালে জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক সদর উপজেলা পরিষদের হলরুমে সদর উপজেলার ৫০ জন উপকারভোগীর মধ্যে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন। জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলামসহ অনেকে।

শ্রীবরদী: শ্রীবরদীতে ২৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পেলেন জমি ও ঘর। উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ. ডি. এম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার প্রমুখ।

দুর্গাপুর: নেত্রকোনার দুর্গাপুরে ৪৫টি ভূমিহীন পরিবার ঘর পেয়েছে। উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসানসহ অনেকে।

বারহাট্টা: নেত্রকোনার বারহাট্টায় ৩০টি ভূমিহীন পরিবার ঘরের চাবি ও দলিল পেয়েছে। উপজেলা প্রশাসন এ উপলক্ষে স্থানীয় অফিসার্স ক্লাবে আলোচনা সভার আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলামসহ অনেকে।

মেলান্দহ: জামালপুরের মেলান্দহে ঘর পেয়েছে ২৫ পরিবার। এ উপলক্ষে উপজেলা প্রশাসন এক অনুষ্ঠানের আয়োজন করে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামান। সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামানসহ অনেকে।

ইসলামপুর: জামালপুরের ইসলামপুরে ঘর পেয়েছে ৩০ ভূমিহীন ও গৃহহীন পরিবার। উপজেলার ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমানসহ অনেকে।

মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ ঘর পেয়েছে ভূমিহীন ও গৃহহীন ৩০ পরিবার। এ উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলসহ অনেকে।

বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে ঘর পেয়েছে ভূমিহীন-গৃহহীন ২০টি পরিবার। এ উপলক্ষে উপজেলা প্রশাসন এক আলোচনা সভার আয়োজন করে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজাসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত