Ajker Patrika

কুলাউড়ায় নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১০: ০০
কুলাউড়ায় নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন

কুলাউড়ার ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) তৃতীয় ধাপে নির্বাচন হবে আগামীকাল রোববার। ইতিমধ্যে নির্বাচনী সামগ্রী ভোটে কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আহসান ইকবাল। তিনি বলেন, আজ শনিবার স্বচ্ছ ভোটের ব্যালট বাক্স, সিলমোহর, অমোচনীয় কালিসহ অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী ১৩ ইউনিয়নের সবকটি কেন্দ্রে পাঠানো হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে শুধু ব্যালট পেপার এদিন কেন্দ্রে পাঠানো হবে না। ভোটের দিন সকাল ৬টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তারা স্ব স্ব কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে যাবেন।

নির্বাচনী ইউনিয়নের ১৩০টি কেন্দ্রে ২ লাখ ৪২ হাজার ৬৩০ জন নারী-পুরুষ ভোট দেবেন। আমরা ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করেছি।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬ জন, নারী ইউপি সদস্য পদে ১৬১ জন এবং সাধারণ ইউপি সদস্য পদে ৪৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত