Ajker Patrika

ভোট পুনর্গণনার দাবিতে সংবাদ সম্মেলন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৪: ০৬
ভোট পুনর্গণনার দাবিতে সংবাদ সম্মেলন

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট পুনর্গণনার দাবিতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন কুড়িগ্রামের যাত্রাপুর ইউপির চেয়ারম্যান পদের প্রার্থীরা।

গতকাল মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে পুনর্গণনার দাবিতে একসঙ্গে সংবাদ সম্মেলন করেন নৌকা, মোটরসাইকেল ও চশমা প্রতীকের প্রার্থী। এ সময় বক্তব্য রাখেন নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. শাখাওয়াত হোসেন, মোটরসাইকেলের প্রার্থী মো. শাহজামাল সরকার ও চশমা প্রতীকের মো. আইয়ুব আলী সরকার।

এর আগে প্রেসক্লাবে ওই ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল গফুর প্রতিটি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে নির্বাচিত হওয়ার দাবি করে চূড়ান্ত ফলাফল ঘোষণার দাবি করেন।

গত রোববার নির্বাচনে যাত্রাপুর ইউনিয়নের ঝুনকার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষে ফেরার পথে ফাঁকা ব্যালট বক্স ছাড়া ব্যালট পেপার ও ভোট গ্রহণের সামগ্রী ছিনতাই করে নেয় দুর্বৃত্তরা। এ কারণে ওই ইউপির ফল স্থগিত করেন নির্বাচন কমিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত