Ajker Patrika

‘আগামী ইউপি নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে’

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১১: ৫৬
‘আগামী ইউপি নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে’

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। ‘আমি যেকোনো মূল্যে তাড়াইল-করিমগঞ্জে ইউপি নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করার ব্যবস্থা নেব’, বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ ৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মুজিবুল হক চুন্নু এ সব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা শারমীন। সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, তারাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ।

ইউএনও লুবনা শারমীন বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘর তৈরির জন্য তাড়াইলে প্রয়োজনীয় উঁচু খাস জমি নেই। তবে ব্যক্তিগত জমি অধিগ্রহণ করে গৃহহীনদের জন্য সরকার আবাসনের ব্যবস্থা করবে। এ নিয়ে ইতিমধ্যে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। তা ছাড়া উপজেলা চেয়ারম্যানের বাসভবন নির্মাণ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জন্য বাসভবন নির্মাণের কাজও শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত