Ajker Patrika

মাহারা তানহা বাঁচতে চায়

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৩: ৪০
মাহারা তানহা বাঁচতে চায়

কয়েক মাস আগে হঠাৎ মাকে হারিয়েছে শিশু তানহা ইসলাম (১৫ মাস)। সে নিজেও ভুগছে জটিল রোগে। জন্মগতভাবে হার্টে ছিদ্র আছে তানহার। এ ছাড়া হার্ট স্থানচ্যুত ও পিত্তথলিতে সমস্যাসহ আরও কিছু জটিল সমস্যায় ভুগছে সে।

শিশু তানহা ইসলাম মানিকগঞ্জের ঘিওর উপজেলার ধূলন্ডী গ্রামের অতিদরিদ্র উজ্জ্বল হোসের নাতনি ও সজীব হোসেনের একমাত্র মেয়ে। অর্থের অভাবে নিভে যেতে বসেছে তার জীবনপ্রদীপ।

উজ্জ্বল হোসেন বলেন, ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসক বলেছেন, অপারেশন বাবদ ৩ লাখ টাকা খরচ হবে। কিন্তু এই টাকার ব্যবস্থা কীভাবে করব এই চিন্তায় রাতে আমার ঘুম আসে না। আমি মানিকগঞ্জ পৌর মার্কেটের একটি দোকানে সামান্য টাকায় কাজ করি। আর ছেলে একটি হোটেলে কাজ করে।’

উজ্জ্বল হোসেন তাঁর নাতনিকে বাঁচাতে সরকার, জনপ্রতিনিধি ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন।

তানহাকে সহযোগিতা করতে টাকা পাঠানো যাবে উজ্জ্বলের এই দুই নম্বরে: ০১৭৭৪৯৮০৫৪১ (বিকাশ), ০১৭৭৪৯৮০৫৪১৭ (রকেট)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত