Ajker Patrika

দুর্বৃত্তের আগুনে পুড়ল ডিএনসিসির ভেকু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
দুর্বৃত্তের আগুনে পুড়ল  ডিএনসিসির ভেকু

রাজধানীর দক্ষিণখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব থেকে বড় ভেকুতে (খননযন্ত্র) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দক্ষিণখানের কাওলা নামাপাড়া এলাকায় গত রোববার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর থেকে নামাপাড়া খাল খনন ও ড্রেনেজ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছিল। দিনের বেলায় কাজ চলত। কাজ শেষে রাতে সেখানেই রাখা হতো ভেকুটি। সকালে লোকজন গিয়ে খননের কাজ শুরু করতেন। তাদের দাবি, সিটি করপোরেশনের ইতিহাসে এমন ঘটনা কোনো দিন ঘটেনি। ভেকুটির ওজন ছিল ৪৮ টন। কারও পক্ষে সহজেই এটি নিয়ে যাওয়া সম্ভব না।

ডিএনসিসির বিশ্বস্ত সূত্র জানায়, ওই ভেকুটির মূল্য প্রায় ৩ কোটি টাকা। ভেকুটির চালকের সিটের পাশের জানালা ভেঙে আগুন দেওয়া হয়। এতে ভেকুটির গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে গেছে। এটি মেরামত করতে কমপক্ষে ৫০ লাখ টাকা খরচ হবে।

এ বিষয়ে ডিএনসিসির ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন বাসার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ তল্লাশি করে প্রাথমিকভাবে ধারণ করছি, দুটি মোটরসাইকেলে তি জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত এসে রাতের আঁধারে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে। তাঁদের শনাক্তের চেষ্টা চলছে।’

আনিছুর রহমান নাঈম আরও বলেন, ‘কোনো সুস্থ মানুষ এমন কাজ করতে পারেন না। কারণ, এলাকার মানুষের জন্য ড্রেনেজ পরিষ্কার ও খাল খনন করা হচ্ছিল। এতে পানি বন্দিদশা থেকে এলাকার মানুষই মুক্তি পেতেন। এ ঘটনায় দক্ষিণখান থানায় সিটি করপোরেশনের পক্ষ থেকে মৌখিক অভিযোগ করা হয়েছে। ডিএনসিসির মেয়রের নির্দেশনা অনুযায়ী মামলা করা হবে।’

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ডিএনসিসির ভেকুতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। কিন্তু এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি বা মামলাও হয়নি। ডিএনসিসির পক্ষ থেকে মামলা করলে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত