Ajker Patrika

মুক্তিযুদ্ধের গল্প শুনল ওরা

শালিখা (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৫: ১৬
মুক্তিযুদ্ধের গল্প শুনল ওরা

ইয়াছিন মুন্সি স্কুলছাত্র। জীবনে প্রথম সে সরাসরি বীর মুক্তিযোদ্ধাদের দেখেছে। তাঁদের মুখ থেকে শুনেছে মুক্তিযুদ্ধের গল্প। এতে সে খুশি। এ বিষয়ে ইয়াছিন বলে, ‘এত দিন টিভিতে দেখেছি বীর মুক্তিযোদ্ধাদের দেখেছি। আজ এই আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। তাঁদের মুখে মুক্তিযুদ্ধে গল্প শুনেছি। খুব ভালো লেগেছে।’

মাগুরার শালিখা উপজেলায় গতকাল সোমবার ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠানের অংশ নিয়ে এ কথা বলে ইয়াছিন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য অফিস।

সরকারি আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবম শ্রেণির শিক্ষার্থী রেজয়ানোর বলে, ‘আমরা মুক্তিযুদ্ধের বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছি। বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে যুদ্ধের সত্যিকারের গল্প শুনেছি। তাঁদের কথা শুনলে শরীরে কাঁটা দিয়ে ওঠে। আমাদের জন্য তাঁরা জীবন বাজি রেখে লড়াই করেছেন। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।’

এ অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারিফ উল হাসান।

মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা মো. আবু বকর । তিনি বলেন, ‘আমরা যাঁরা যুদ্ধ করেছি, তাঁরা জানি, সেই সব দিন কতটা ভয়াবহ ছিল। প্রতিটি সময় ছিল মৃত্যুকে আলিঙ্গন করা। বেশির ভাগ সময় না যুদ্ধ করেছি তোমাদের জন্য।’

বীর মুক্তিযোদ্ধা সর্দার ফারুক হোসেন বলেন, ‘তোমাদের মতো আমিও তখন ছাত্র ছিলাম। মাগুরা কলেজে পড়তাম।’ ৭১ সালে বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ডাক দিলেন, তখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। রাজাকারেরা তখন গ্রামগুলোতে খুবই সক্রিয়। তাই তাদের প্রতিহত করতে হলে অস্ত্র দরকার। আমরা তখন ভারতের রানা ঘাটে গেলাম। বিহারের রামপুরে ট্রেনিং নিয়ে দেশে ফিরি। কতটা কষ্ট করেছি দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে। তোমাদের জীবনটা যেন পরাধীনতায় না যায় তা করার জন্য আমরা জীবন বাজি রেখর যুদ্ধ করেছি।’

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে পাঁচজন পুরস্কার গ্রহণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত