Ajker Patrika

বিসিবির নতুন কোন দায়িত্ব পাচ্ছেন নান্নু-সুমন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৪৬
বিসিবির নতুন কোন দায়িত্ব পাচ্ছেন নান্নু-সুমন

মিনহাজুল আবেদীন নান্নু গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অনেকটা সময় কাটিয়ে গেলেন হাইপারফরম্যান্স (এইচপি) বিভাগে। এতে গুঞ্জন, প্রধান নির্বাচকের পদ ছাড়ার পর নান্নু কি তবে এইচপিতে যোগ দিচ্ছেন?

প্রশ্নটা শুনে নান্নু হাসলেন। আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘দেখি...। যেটাই করি এখন কোচিং করাব না। বিসিবি জানতে চেয়েছে আমার কমফোর্ট জোন কোথায়। সাত দিন সময় নিয়ে জানাব। বুঝেশুনে সিদ্ধান্ত নেব।’

মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন

সূত্র জানিয়েছে, নান্নু হেড অব প্রোগ্রামে টেকনিক্যাল ডিরেক্টর বা অ্যাডভাইজর হিসেবে বোর্ডে তাঁর নতুন অধ্যায় শুরু করতে পারেন। প্রধান নির্বাচকের পদ থেকে সরে গিয়ে তিনি খুব একটা হতাশও নন। বরং নতুন কোনো দায়িত্ব পেতে বেশ আগ্রহী। নান্নুর মতো সাবেক হওয়া যাওয়া আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনকেও বিসিবি তাদের কোনো একটি বিভাগে কাজে লাগাতে চায়।  সূত্র জানিয়েছে, নারী বিভাগের কোনো টেকনিক্যাল পদে কাজ করার প্রস্তাব আছে সুমনের। গতকাল বিষয়টি নিয়ে তিনি বললেন, ‘আমি কিছুদিন সময় নিচ্ছি।’

সুমনের আগ্রহ এইচপিতে থাকলেও বিসিবি যেখানে কাজে লাগাতে চাইবে, তাতে খুব বেশি আপত্তি তাঁর নেই। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নির্বাচক প্যানেল থেকে বিদায় নিয়ে কিছুটা হতাশ তিনি। নান্নু-সুমনের নতুন ভূমিকা নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বললেন, ‘আমরা তাদের কাজ করার প্রস্তাব দিয়েছি। এখন তারা কোথায় স্বচ্ছন্দবোধ করে, সেটা জানাতে সময় নিয়েছে। আর বোর্ডও কোথায় তাদের কাজে লাগাতে স্বচ্ছন্দবোধ করবে—সব মিলিয়ে হয়তো চূড়ান্ত হবে।’
একটা সময় যে বিভাগের প্রধান ছিলেন, এখন গাজী আশরাফ হোসেন লিপু সেই বিভাগেই চাকরি করলেও সুযোগ-সুবিধায় আগের যেকোনো প্রধান নির্বাচককেই ছাড়িয়ে যাচ্ছেন তিনি।

সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে নতুন প্রধান নির্বাচক লিপুর বেতন নিয়ে। আগের প্রধান নির্বাচক নান্নু বেতন পেতেন মাসে ১ লাখ ৭০ হাজারের মতো। নির্বাচক সুমনের বেতন ছিল প্রায় দেড় লাখ টাকা। সে ক্ষেত্রে লিপুর বেতন প্রায় আড়াই লাখ টাকার কথা জানিয়েছে একাধিক সূত্র। সেটি হলে বিসিবির নির্বাচক প্যানেলের ইতিহাসে এটি হবে সর্বোচ্চ বেতন। এক নির্বাচক তাই বললেন, ‘নির্বাচকদের এ রকম বেতন হওয়া উচিত। খেলোয়াড়ের বেতন যেখানে ৮ লাখ হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: বিএসবির খায়রুল বাশারকে আদালতে মারধর

বামপন্থীদের ‘মেরে ঠ্যাং ভেঙে’ দিতে চান ডাকসু নেতা সর্বমিত্র, অভিযোগ ঢাবি শিক্ষার্থীর

পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

জোটের প্রার্থীদের ইচ্ছেমতো প্রতীক চেয়ে আইন উপদেষ্টাকে বিএনপির লিখিত আবেদন

এলাকার খবর
Loading...