Ajker Patrika

মুক্তিপণ দিয়ে জেলে উদ্ধার আটক ১

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৫: ০৫
মুক্তিপণ দিয়ে জেলে উদ্ধার  আটক ১

ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদী থেকে অপহৃত জেলেকে মুক্তিপণ দিয়ে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার মুক্তিপণ দিয়ে জলদস্যু আমির বাহিনীর কবল থেকে ছাড়া পান জেলে মো. মিজান। এ ঘটনায় মামলা হলে গতকাল বুধবার অভিযান চালিয়ে জলদস্যু আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জেলা-হাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর রাতে তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের সৃষ্টিধর গুহ গ্রামের মো. হোসেনের ছেলে মিজান (২৮) নৌকা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যান। এ সময় জলদস্যু আমির বাহিনীর প্রধান আমির হোসেনের নেতৃত্বে জেলে মিজানকে (২৮) অপহরণ করা হয়। পরে তাঁর পরিবারের কাছে ৭০ হাজার টাকা মুক্তিপর দাবি করেন জলদস্যুরা। মুক্তিপণ দিলে জেলে মিজানকে ভোলার তুলাতলি এলাকার একটি চরে রেখে যান জলদস্যুরা। পরে তজুমদ্দিন থানা-পুলিশ অভিযান চালিয়ে জেলে মিজানকে তুলাতলির একটি চর থেকে উদ্ধার করে।

এ ঘটনায় অপহৃত জেলের ভাই আ. রশিদ বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি মামলা অপহরণ মামলা করেন। এরপর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে পুলিশের একটি টিম থোঁতার পোল নামক স্থানে অভিযান চালায়। এ সময় স্থানীয়দের সহায়তায় সেখান থেকে জলদস্যু আমির বাহিনীর প্রধান আমির হোসেনকে আটক করে পুলিশ। আটক জলদস্যু আমির হোসেন বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের রফিজলের ছেলে।

জানতে চাইলে পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামান মনির বলেন, ‘জেলে অপহরণের ঘটনায় মামলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থোঁতার পোল এলাকায় অভিযান চালিয়ে আসামি জলদস্যু আমির হোসেনকে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত