Ajker Patrika

ক্যানসারের কাছে হার অনীতা রানীর

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭: ৩৯
ক্যানসারের কাছে হার অনীতা রানীর

কুষ্টিয়ার খোকসা উপজেলার অনিতা রানী মৃত্যু বরণ করেছেন। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। এ অবস্থায় গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৫৮) বছর।

মৃত অনিতা রানী উপজেলার শিমুলিয়ার বাসিন্দা ছিলেন এবং খোকসা সমাজ সেবা কার্যালয়ের সমাজকর্মী বিকাশ কুমার সরকারের মা।

পরিবার সূত্র জানা গেছে, অনিতা রানী তাঁর জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন আদিবাসীদের জন্য। ১৯৯৯ সালে তিনি শিমুলিয়ার পাইকপাড়ায় আদিবাসী কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করেন। এ ছাড়া তিনি পাইকপাড়া আদিবাসী কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আদিবাসীদের জন্য সাহায্য-সহযোগিতার ব্যবস্থা করা সহ বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

অনিতা রানীর মৃত্যুর সংবাদে পেয়ে তাঁর বাড়িতে এসেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাহ উদ্দীন, জেলা সমাজসেবা উপপরিচালক রুখসানা পারভীন, সহকারী উপপরিচালক মুরাদ হোসেন ও খোকসা উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাম্মী আক্তার যুথীসহ তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত