পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫৫৫ কোটি টাকা ঋণখেলাপের পর বিদেশে পালিয়েছিলেন চট্টগ্রামের রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডের মালিক পটিয়ার হারুন অর রশিদ, স্ত্রী আনজুমান আরা বেগম ও ছেলে হাসনাইন হারুন।
প্রতিষ্ঠানটির মালিক এই তিনজনের মধ্যে হাসনাইন হারুন গোপনে দেশে ফিরে গত রোববার রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের করা ৩৯ মামলার মধ্যে ১৫টিতে সাজার রায় হয়েছে। বিচারাধীন রয়েছে ২৪ মামলা।
পুলিশ সূত্রে জানা গেছে, হারুন অর রশীদ ও স্ত্রী আনজুমান আরা বেগম বিদেশে পলাতক রয়েছেন। তাঁদের ছেলে হাসনাইন হারুনও বিদেশে পলাতক ছিলেন। তবে গোপনে দেশে ফিরে গত রোববার রাতে চট্টগ্রামের হালিশহরের ব্যারিস্টার আবাসিক এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। রুবাইয়া ভেজিটেবল অয়েলের ইন্ডাস্ট্রির পরিচালক হাসনাইন হারুনকে গত সোমবার বিকেলে আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন বলেন, ‘হাসনাইনের বিরুদ্ধে চেক প্রতারণার ১৫টি মামলায় সাজা হয়েছে। তা ছাড়া আরও ২৪টি মামলায় তাঁর বিচার চলমান রয়েছে। আদালত থেকে এসব মামলায় হাসনাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আমরা দীর্ঘদিন ধরে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছিলাম।’
এদিকে চট্টগ্রাম অর্থঋণ আদালত সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেডসহ ২২ আর্থিক প্রতিষ্ঠান থেকে রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি ৫৫৫ কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংকের পাওনা রয়েছে ১১৮ কোটি টাকা, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক ৮৫ কোটি টাকা, জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংক ৭৩ কোটি টাকা করে এবং সাউথইস্ট ব্যাংক ৭০ কোটি টাকা।
ঋণখেলাপের কারণে রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডের মালিকপক্ষের বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান।
এ ব্যাপারে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বলেন, ‘রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছে ২২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৫৫০ কোটি টাকা পাওনা রয়েছে।
জানা গেছে, হারুন অর রশীদের বাড়ি পটিয়া উপজেলায়।
২২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫৫৫ কোটি টাকা ঋণখেলাপের পর বিদেশে পালিয়েছিলেন চট্টগ্রামের রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডের মালিক পটিয়ার হারুন অর রশিদ, স্ত্রী আনজুমান আরা বেগম ও ছেলে হাসনাইন হারুন।
প্রতিষ্ঠানটির মালিক এই তিনজনের মধ্যে হাসনাইন হারুন গোপনে দেশে ফিরে গত রোববার রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের করা ৩৯ মামলার মধ্যে ১৫টিতে সাজার রায় হয়েছে। বিচারাধীন রয়েছে ২৪ মামলা।
পুলিশ সূত্রে জানা গেছে, হারুন অর রশীদ ও স্ত্রী আনজুমান আরা বেগম বিদেশে পলাতক রয়েছেন। তাঁদের ছেলে হাসনাইন হারুনও বিদেশে পলাতক ছিলেন। তবে গোপনে দেশে ফিরে গত রোববার রাতে চট্টগ্রামের হালিশহরের ব্যারিস্টার আবাসিক এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। রুবাইয়া ভেজিটেবল অয়েলের ইন্ডাস্ট্রির পরিচালক হাসনাইন হারুনকে গত সোমবার বিকেলে আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন বলেন, ‘হাসনাইনের বিরুদ্ধে চেক প্রতারণার ১৫টি মামলায় সাজা হয়েছে। তা ছাড়া আরও ২৪টি মামলায় তাঁর বিচার চলমান রয়েছে। আদালত থেকে এসব মামলায় হাসনাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আমরা দীর্ঘদিন ধরে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছিলাম।’
এদিকে চট্টগ্রাম অর্থঋণ আদালত সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেডসহ ২২ আর্থিক প্রতিষ্ঠান থেকে রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি ৫৫৫ কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংকের পাওনা রয়েছে ১১৮ কোটি টাকা, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক ৮৫ কোটি টাকা, জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংক ৭৩ কোটি টাকা করে এবং সাউথইস্ট ব্যাংক ৭০ কোটি টাকা।
ঋণখেলাপের কারণে রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডের মালিকপক্ষের বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান।
এ ব্যাপারে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বলেন, ‘রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছে ২২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৫৫০ কোটি টাকা পাওনা রয়েছে।
জানা গেছে, হারুন অর রশীদের বাড়ি পটিয়া উপজেলায়।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪