Ajker Patrika

সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৪: ২৪
সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ লেভেল-১–এর চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়।

এবারের সমন্বিত ভর্তি পরীক্ষায় চুয়েট কেন্দ্রে ‘ক’ গ্রুপে ৭ হাজার ৪৫৫ জন এবং ‘খ’ গ্রুপে ১ হাজার ৪৫ জন পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করে। তবে পরীক্ষায় ‘ক’ গ্রুপে ৫ হাজার ১৯৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল প্রায় ৭০ শতাংশ।

চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

গতকাল সকাল থেকেই পরীক্ষার্থীদের আগমনে মুখরিত হয় ক্যাম্পাস প্রাঙ্গণ। বিভিন্ন জেলা-উপজেলা থেকে অভিভাবকেরা তাঁদের সন্তান নিয়ে চুয়েটে আসেন।

চুয়েট ঘুরে দেখা যায়, সাংসদ ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে খাবার পানি বিতরণ করো। এ ছাড়া চুয়েট ছাত্রলীগের পক্ষ মাস্ক ও কলম বিতরণ করা হয়। ১২০ জন শিক্ষার্থী হেল্প ডেস্ক চালু করে পরীক্ষার্থীদের সহযোগিতা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...