Ajker Patrika

ভালো ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক

বিশ্বনাথ প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৭: ০৫
ভালো ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক

বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্থানে আগাম আমন ধান কাটা শুরু হয়েছে। সোনালি ধানের আশানুরূপ ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক দেখা দিয়েছে। তাঁরা ধান মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন।

এ বছর বন্যা না হওয়ায় আমন আবাদে কৃষক ক্ষতিগ্রস্ত হননি। স্বাভাবিক আবহাওয়ায় বেড়ে ওঠায় ধানের ফলন হয়েছে ভালো। যাঁরা আগাম আমন চাষ করেছিলেন তাঁরা ধান কাটা শুরু করেছেন। তবে পুরোদমে ধান কাটা শুরু হতে আরও সপ্তাহখানেক সময় লাগতে পারে বলে জানিয়েছেন চাষিরা।

কৃষক আরাধন ও হাবিবুর রহমান বলেন, এবার বন্যা না হওয়ায় ধানের চারা নষ্ট হয়নি, তাই খুব ভালো ফলন হয়েছে। আর সবার আগে ধান কাটতে পেরে খুবই ভালো লাগছে। আমরা সবাই আনন্দিত।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর বিশ্বনাথ উপজেলার আট ইউনিয়নে প্রায় ১৩ হাজার ২৬৫ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ হয়েছে। এর মধ্যে উফশী জাতের ধান ৯ হাজারের বেশি জমিতে চাষাবাদ হয়েছে। এ ছাড়া উন্নত জাতের বিআর-১১, ২২, ২৩, বিনা-১১, ১৬, ১৭, ব্রি ধান-৩৪, ৫১, ৫২, ৭৫, ৮৭ এবং স্থানীয় জাতের বাদাল, জল ডাঙ্গা, জরিসাইল, কালোজিরা, হাসিম, বিরুণ জাতের ধান চাষাবাদ হয়েছে। গত বছরের চেয়ে এবার ফলন ভালো হয়েছে।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হয়েছে। আমরা আশাবাদী, কৃষকেরা এবার আশানুরূপ ফলন গোলায় তুলতে পারবেন। কিছু কিছু এলাকায় আগাম জাতের রোপণ করা ধান কাটা শুরু হয়েছে। পুরোদমে ধান কাটা শুরু হতে আরও সপ্তাহখানেক সময় লাগবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত