Ajker Patrika

মাদক মামলায় নারীর যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ৫২
মাদক মামলায় নারীর যাবজ্জীবন

খুলনায় মাদক মামলায় নাসিমা আক্তার নামে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আইনের ৩ এর (খ) ধারায় তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ডসহ এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল বুধবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এম ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানাধীন চালনা বাজারের একটি বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ির দ্বিতীয় তলার বসিন্দা নাসিমা আক্তারের ঘর তল্লাশি করে তারা ৩০ গ্রাম হেরোইন ও ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

এ ব্যাপারে ওই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদর দক্ষিণ সার্কেলের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে নাসিমাকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। একই বছরের ১৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম তাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গতকাল এ মামলার রায় ঘোষণা করা হলো।

এদিকে অপর এক ঘটনায় দিঘলিয়া সদর ইউনিয়নের খানপাড়া এলাকায় গৃহবধূ সোনিয়া খাতুন হত্যা মামলায় সোনিয়ার স্বামী ইব্রাহিম খানকে কারাগারে পাঠানো হয়েছে। গত সপ্তাহে খুলনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ইব্রাহিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত