Ajker Patrika

চর দখলের প্রতিবাদে মানববন্ধন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৭: ১৬
চর দখলের প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরের কাপাসিয়ার উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের চর খিরাটী এলাকায় পুরোনো ব্রহ্মপুত্র শাখা নদের চরের জমি দখল করে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে চর খিরাটী এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ২২১ জন লোকের স্বাক্ষর সংযুক্ত করে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করে।

ঘাগটিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. আসাদ উল্লাহ বলেন, গাজীপুরের কাপাসিয়া এবং নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সীমানার মধ্য দিয়ে প্রবাহিত পুরোনো ব্রহ্মপুত্রের শাখা নদটি গত বছর খনন করা হয়। খননের পর থেকেই মনোহরদী এলাকার লোকজন কাপাসিয়া উপজেলার নদ তীরবর্তী প্রায় পাঁচ একর জমি জবর-দখল করে নেওয়ার পাঁয়তারা করতে থাকে।’

কাপাসিয়ার ইউএনও এ কে এম গোলাম মোর্শেদ খান বলেন, ‘নদের জমি দখলের বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে একটি অভিযোগ লিখিত আকারে পেয়েছি। ওই ইউনিয়নের ভূমি কর্মকর্তা আজ (গতকাল মঙ্গলবার) পরিদর্শনে গিয়েছেন। বিষয়টি নিয়ে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত