Ajker Patrika

মেম্বার প্রার্থী ও সমর্থকদের পিটিয়ে আহত

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৬: ০১
মেম্বার প্রার্থী ও সমর্থকদের পিটিয়ে আহত

বন্দরের মদনপুরে এক মেম্বার প্রার্থী ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন। গত শনিবার রাতে মদনপুরের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আক্তার হোসেন মোল্লা ও তাঁর সমর্থকদের ওপর এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা হচ্ছেন—একই ওয়ার্ডের মেম্বার প্রার্থী হোসেন মুন্সি, আবুল কালাম, বিল্লাল, সোহেল, রাসেল, জাহাঙ্গীর হোসেন, কামাল হোসেন, বাতেন ও মহসীন মিয়াসহ অজ্ঞাত ৮-১০ জন।

ভুক্তভোগী মেম্বারের ভাই মোল্লা জহিরুল হক বলেন, রাতে আমরা নির্বাচনী প্রচারণা শেষে সমর্থকদের নিয়ে বাড়ি ফিরছিলাম। এ সময় একই ওয়ার্ডের আরেক মেম্বার পদপ্রার্থী হোসেন মুন্সি ও তাঁর সমর্থকেরা আমাদের ওপর হামলা চালায়। তখন আমিসহ আমার ভাই মেম্বার প্রার্থী আক্তার হোসেন মোল্লা, কাবিল হোসেন, ভাতিজা শরীফ হোসেন মোল্লাসহ ৮-১০ জন আহত হই।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, হামলার ঘটনায় মামলা করা হয়েছে। অভিযুক্তরা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত