Ajker Patrika

সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, চারজন গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১১: ৩৯
সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, চারজন গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাবা ও ভাইদের সঙ্গে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় আহত মাছুম মিয়া (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন।

মারা যাওয়া মাছুম মিয়া পৌরসভার জগন্নাথপুর এলাকার নুর মিয়ার ছেলে। এ ঘটনায় তাঁর দাদাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মাছুম মিয়ার দাদা মনফর আলী (৭২), চাচি সাহেদা বেগম (৩৮), চাচাতো ভাই হোসাইন আহমদ (২২) ও হাসান আহমদ (২৪)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাছুমের বাবা নুর মিয়া ও তাঁর ভাইদের সঙ্গে মনোমালিন্য চলছিল। এরই জেরে গত বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হন মাছুম মিয়া। আহত অবস্থায় তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোরে মাছুম মিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় মাছুমের মা রিনা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক যুবকের মৃত্যুতে থানায় হত্যা মামলা হয়েছে। মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত