Ajker Patrika

বর্ধিত সভায় হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৫: ৩২
বর্ধিত সভায় হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি মানবতা দেখিয়েছেন। বাসায় চিকিৎসার ব্যবস্থা করেছেন। কিন্তু বিএনপি এখন কোনো ইস্যু না পেয়ে অসুস্থতা হাতিয়ার বানিয়েছে। চিকিৎসার নামে অপরাজনীতি করছে। বিএনপির অপরাজনীতি কঠোরভাবে দমন করা হবে।

গতকাল সোমবার দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টারে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্ধিত সভা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মাতলুবুল মামুনের সঞ্চালনে এতে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফরিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা আজগার আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, সহসভাপতি মো. জহুরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম সোহাগ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রায়হান কবীর সোহাগ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত