Ajker Patrika

টিকটকে দেশসেরা সামিরা চতুর্থ স্থানে মেহজাবীন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ০৯: ১১
টিকটকে দেশসেরা সামিরা চতুর্থ স্থানে মেহজাবীন

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় টিকটক। এ মাধ্যমে নিয়মিত ভিডিও প্রকাশ করে অনেকেই পেয়েছেন জনপ্রিয়তা। বিতর্ক থাকলেও চলচ্চিত্র, টিভি, সংগীতের অনেক তারকাও আছেন এই অ্যাপে। টিকটক সম্প্রতি ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেই তালিকায় বাংলাদেশের টিকটক ভিডিও নির্মাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন অভিনেত্রী সামিরা খান মাহি।তাঁকে বছরের শীর্ষ কনটেন্ট ক্রিয়েটর উল্লেখ করে টিকটক তাঁর আইডির পাশে লিখেছে, ‘সামিরা তাঁর শর্ট ভিডিওগুলোর মাধ্যমে দেখিয়েছেন কীভাবে প্রাণবন্ত থাকা যায়।’

তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন হামজা খান শায়ান ও অনির্বাণ কায়সার। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন আরেক অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাঁর আইডির পাশে লেখা, ‘সুন্দরী অভিনেত্রী মেহজাবীন তাঁর মোহনীয় হাসি দিয়ে অন্যদের উজ্জীবিত করেছেন।’

শীর্ষ স্থানে আসার বিষয়টি এক বন্ধুর কাছ থেকে জানতে পেরেছেন সামিরা খান মাহি। এমন অর্জনে উচ্ছ্বসিত এই অভিনেত্রী। মাহি বলেন, ‘এই প্ল্যাটফর্মে এত মানুষ সক্রিয়। সেখানে সবাই আমার ভিডিও দেখেছেন, এ জন্য আমি ভীষণ আনন্দিত। এ ছাড়া টিকটক নিয়ে অনেকেই নেতিবাচক কথাবার্তা বলেন, তো সেই প্ল্যাটফর্মে যখন এমন স্বীকৃতি পাই, সেটার আনন্দ একটু বেশিই।’

টিকটকে সামিরা খান মাহির আছে ৪৫ লাখের বেশি অনুসারী। আর মেহজাবীনের অনুসারী আছে ২৪ লাখের বেশি। টিকটক নিয়ে সমালোচনা থাকলেও অনেকেই এর মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও মেধার জানান দেওয়ার সুযোগ পাচ্ছেন বলে মনে করছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত